যত দ্রুত সম্ভব করাতে হবে পুরভোট, রাজ্যকে নির্দেশ আদালতের
নির্বাচন বাকি কলকাতা বাদে ৫টি কর্পোরেশন এবং ১০০টিরও বেশি পুরসভার। তার সব কটিতেই করাতে হবে শান্তিপূর্ণ নির্বাচন। নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা: রাজ্যের ১০০টির বেশি পুরসভার ভোট (Municipal Polls) নিয়ে কড়া রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দু’টি মামলার শুনানি করতে গিয়ে এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের বেঞ্চ জানিয়ে দেয়, যত দ্রুত সম্ভব করাতে হবে পুরনির্বাচন। কলকাতা পুরসভা বাদে রাজ্যের অন্যত্র পুরভোট নিয়ে শুক্রবার এই রায় দিয়েছে হাইকোর্ট।
যদিও রাজ্য নির্বাচন কমিশনার এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কারণ আদালতের অর্ডারের কপি এখনও হাতে আসেনি তাঁর। বর্তমানে নির্বাচন বাকি কলকাতা বাদে ৫টি কর্পোরেশন এবং ১০০টিরও বেশি পুরসভার। তার সব কটিতেই করাতে হবে শান্তিপূর্ণ নির্বাচন। নির্দেশ দিয়েছে আদালত।
করোনা আছে ঠিকই, তবে তার ভীতি বহুদিন আগেই কাটিয়ে উঠেছে রাজ্যবাসী। স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াও চলছে পুরোদমে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে। তা সত্ত্বেও পুরভোট হওয়ার কোনও সংকেত এখনও নেই। যা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল দু’টি মামলা। প্রথমটি ছিল সিপিএম হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। অন্যটি মৌসুমী রায় নামে জনৈক মহিলার। শুক্রবার ছিল দুই মামলারই শুনানি।
আরও পড়ুন: একুশের ভোটে ফের তারকা-তাস! শালীনতার সীমা বেঁধে দিলেন মমতা
উভয় মামলা নিয়ে রাজ্য এবং কমিশন, দু’তরফের মতামত জানতে চেয়েছিল আদালত। কলকাতা পুরসভার ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। কোভিড পরিস্থিতিতে করানো যায়নি ভোট। আদালতে জানিয়েছে রাজ্য। শীর্ষ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত মামলা বিচারাধীন থাকাকালীন নতুন মামলাগুলির মামলা যৌক্তিকতা কোথায়? প্রশ্ন তোলে রাজ্য। পাশাপাশি বিধানসভা নির্বাচনের আবহে পুরভোট করানোর বাস্তব সমস্যার কথাও কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।