KMC: পুরনিগমে হাতাহাতি, সজল ঘোষ-অসীম বসুকে শোকজ চেয়ার পার্সন মালা রায়ের

KMC: পুরনিগমের বহুদিনের যাঁরা কর্মী, তাঁরা বলছেন কলকাতা পুরনিগমের ইতিহাসে এটা কলঙ্কিত দিন। এর আগে কলকাতা পুরনিগমে অধিবেশন চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেনি। এদিন পুরনিগমের চেয়ারপার্সন মালা রায় অধিবেশন চলাকালীন বলেন, বিরোধীরা আজকাল প্রশ্ন করে না।

KMC: পুরনিগমে হাতাহাতি, সজল ঘোষ-অসীম বসুকে শোকজ চেয়ার পার্সন মালা রায়ের
সজল ঘোষ ও অসীম বসু।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 4:39 PM

কলকাতা: পুরনিগমে অধিবেশন চলাকালীন বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের ঝামেলা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের অসীম বসুর মধ্যে বাকবিতণ্ডা। শনিবারের এই ঘটনার মাঝেই অসীম বসু বিজেপির সজল ঘোষের গায়ে হাত দেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করলেন চেয়ারপার্সন মালা রায়।

পুরনিগমের বহুদিনের যাঁরা কর্মী, তাঁরা বলছেন কলকাতা পুরনিগমের ইতিহাসে এটা কলঙ্কিত দিন। এর আগে কলকাতা পুরনিগমে অধিবেশন চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেনি। এদিন পুরনিগমের চেয়ারপার্সন মালা রায় অধিবেশন চলাকালীন বলেন, বিরোধীরা আজকাল প্রশ্ন করে না। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিরোধীদের এত সংখ্যা কমে গিয়েছে যে, তাদের কোনও প্রশ্ন থাকে না। এরপরই এ কথার প্রতিবাদ করেন সজল ঘোষ, বিজয় ওঝারা। এরপরই তৃণমূলের কাউন্সিলর অসীম বসু, রূপক গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

ভিডিয়ো ফুটেজে সজল ঘোষকে শার্টের কলার ধরে ধাক্কা দিতে দেখা গিয়েছে অসীম বসুকে। সজল ঘোষের কথায়, “আমার বাবা পাঁচ পাঁচবারের পুর প্রতিনিধি ছিলেন। অনেক ঝগড়া বিতর্ক হয়েছে। তবে অধিবেশনে কাউন্সিলর কখনও আক্রান্ত হননি। গায়ে পরিষ্কার হাতে তুলল। কলার ধরে টানছে। গায়ে হাত তোলা ছাড়া আর কী?” যদিও তৃণমূল কাউন্সিলর অসীম বসু বলেন, “যদিও কারও দিকে একটা আঙুল তোলেন, চারটে নিজের দিকে থাকে।”