Nabanna Cabinet Meeting: তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর করিডরে শিল্প তৈরিতে জমি প্রদান, মমতার মন্ত্রিসভা বৈঠকে উঠে এল আর কোন কোন প্রসঙ্গ?
Mamata Banerjee Nabanna Cabinet Meeting: মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে শিল্প নিয়েও। লজিস্টিককে শিল্পের তকমা দিয়েছে রাজ্য সরকার। যার জেরে আগামী দিনে উত্তর-পূর্ব ভারত থেকে লজিস্টিকসের বহু কাজ আসবে বলেই মনে করা হচ্ছে। বাড়বে কর্মসংস্থান। এছাড়াও, তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডর সংলগ্ন এলাকায় শিল্প গড়ে তুলতে শিল্পোন্নয়ন দফতরকে ১৯৩ একর জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে।

কলকাতা: পুজোর আগেই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৯ তম মন্ত্রিসভা বৈঠকে এক গুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর। উঠে এল শিল্প থেকে পুজো-পার্বণ, প্রতিটি প্রসঙ্গই। শুধুই উন্নয়নই নয়, মন্ত্রীদের এলাকায় ‘জনসংযোগের’ বার্তাও দিয়েছেন মমতা। বার্তা দিয়েছেন বিপদ-আপদে মানুষের পাশে থাকার।
প্রশাসনিক সূত্রের খবর, চলতি বছর পুজোয় মন্ত্রীদের সকলকে কোনও রকম প্ররোচনায় পা না দিয়ে নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, এই নির্দেশ আসলে ‘জনসংযোগের’ বার্তা। আর শুধুই নিজ এলাকায় থাকা নয়। মন্ত্রিসভার বৈঠক থেকে পুজোকে কেন্দ্র করে মন্ত্রীদের ‘প্রস্তুতি’ ও ‘কৌশল’ উভয়ই যেন বুঝিয়ে দিয়েছেন তিনি।
পুজো নিয়ে মমতার বার্তা
- থাকতে হবে নিজ নিজ এলাকায়।
- পুজোর সময় সংশ্লিষ্ট এলাকায় যাতে শান্তি বজায় থাকে, কোনও রকম ঝামেলা না তৈরি হয় সেই দিকেও নজর রাখতে হবে মন্ত্রীদের।
- দরিদ্র মানুষদের নিজেদের সঞ্চয় থেকে পুজোয় সাহায্য করতে হবে।
- সংবাদমাধ্যমকে দেখলেই যাঁর-তাঁর নামে যেন মন্তব্য না করা হয়। দল ও সরকারের ভাবমূর্তির কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন মমতা।
জমা পড়ল কী কী প্রস্তাব?
- দক্ষিণ ২৪ পরগনার নোনাদাঙ্গায় মৌজা নং ৫৩১, ৩.৮ একর জমির রেকর্ড সংশোধনের প্রস্তাব।
- ওই জেলারই বারাখোলায় ৩.১৬ একর হাসপাতাল লিজ জমি ৩০ বছরের জন্য নবীকরণের প্রস্তাব।
- পশ্চিম বর্ধমানের হিরাপুর থানা এলাকায় মোট ১৯৩.২৯ একর লিজ জমি কুলাইপুর, পুরুষোত্তমপুর ও চাপরডি মৌজায় WBDICL-কে শিল্প উন্নয়নের জন্য ফ্রি-হোল্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
- বারুইপুর টাউনশিপ, উত্তম সিটিতে দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলা আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব।
- কলকাতা চেতলা আশ্রয় প্রকল্পে ৩৬টি এমআই ফ্ল্যাট এবং ১৮টি গ্য়ারাজ ও পার্কি স্পেস ফ্রি-হোল্ডের ভিত্তিতে বরাদ্দে প্রস্তাব।
- পশ্চিমবঙ্গ ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট নীতি গ্রহণ ও বাস্তবায়নের প্রস্তাব।
- কৃষি আয়কর বিভাগে ইনস্পেক্টর পদে নিয়োগের প্রস্তাব।
- বাংলার লজিস্টিক সেক্টরকে শিল্প মর্যাদার প্রস্তাব।
- নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটিতে ১৫টি শূন্য়পদ তৈরি প্রস্তাব
মন্ত্রিসভার বৈঠকে গৃহীত কী কী প্রস্তাব?
মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে শিল্প নিয়েও। লজিস্টিককে শিল্পের তকমা দিয়েছে রাজ্য সরকার। যার জেরে আগামী দিনে উত্তর-পূর্ব ভারত থেকে লজিস্টিকসের বহু কাজ আসবে বলেই মনে করা হচ্ছে। বাড়বে কর্মসংস্থান। এছাড়াও, তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডর সংলগ্ন এলাকায় শিল্প গড়ে তুলতে শিল্পোন্নয়ন দফতরকে ১৯৩ একর জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে। গৃহীত হয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটিতে ১৫টি শূন্য়পদে নিয়োগের প্রস্তাবও।
