দুই মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা
রাজ্যে গড়ে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৯ হাজারের বেশি।
লাগামছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মরণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬ জন। সুস্থ হয়েছেন ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
কোচবিহার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৬ জন। সুস্থ হয়েছেন ২৪৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
দার্জিলিং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭৬ জন। সুস্থ হয়েছেন ৬৩২ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কালিম্পং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। সুস্থ হয়েছেন ৬৩ জন। গত একদিনে করোনায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
জলপাইগুড়ি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪০ জন। সুস্থ হয়েছেন ৩৭২ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর দিনাজপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৭ জন। সুস্থ হয়েছেন ২৫৯ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দক্ষিণ দিনাজপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫০ জন। সুস্থ হয়েছেন ১৭২ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
মালদহ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪০ জন। সুস্থ হয়েছেন ৩০৩ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
মুর্শিদাবাদ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৪৩৯ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
নদিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫৫ জন। সুস্থ হয়েছেন ১০১২ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
বীরভূম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৯ জন। সুস্থ হয়েছেন ৫৭৮ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পুরুলিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৯ জন। সুস্থ হয়েছেন ১৯৮ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
বাঁকুড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ৪২২ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
ঝাড়গ্রাম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭১ জন। সুস্থ হয়েছেন ৪২৭ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পশ্চিম মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১৩ জন। সুস্থ হয়েছেন ৭৩০ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পূর্ব মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১২ জন। সুস্থ হয়েছেন ৭৭৩ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পূর্ব বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৫৯৬ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পশ্চিম বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬১ জন। সুস্থ হয়েছেন ৮৭৮ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হাওড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫৪ জন। সুস্থ হয়েছেন ১,১৭২ জন। গত একদিনে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হুগলি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭২ জন। সুস্থ হয়েছেন ১,১০৮ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,১৭৭ জন। সুস্থ হয়েছেন ৩,৯২৪ জন। গত একদিনে করোনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৬০ জন। সুস্থ হয়েছেন ১,২০২ জন। গত একদিনে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কলকাতা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৬১৮ জন। সুস্থ হয়েছেন ৩,৭৮৬ জন। গত একদিনে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।