CPIM on Mamata Banerjee: জোট কি জলে? মমতার হুঁশিয়ারির পর স্বর গরম করলেন সেলিমও
CPIM on INDIA bloc: জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই জোট শরিক সিপিএম-কে বার্তা দিয়েছেন মমতা। তাঁর দাবি, সিপিএম নাকি জোটের বৈঠক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ কথা শুনে পাল্টা বার্তা দিল সিপিএম-ও। বিভাজন করা হচ্ছে বলে দাবি করেছেন অধীর চৌধুরীও।

কলকাতা: বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে লড়াইয়ের বার্তা দিচ্ছে ‘ইন্ডিয়া’ জোট। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় জোটের ভবিষ্যৎ তথা অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কখনও বৈঠকে দেখা যাচ্ছে না একাধিক সদস্য দলকে, কখনও জোটের শরিকের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে নেতা-নেত্রীদের। এরই মধ্যে সরাসরি সিপিএম-এর নাম করে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সিপিএম জোট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাঁর এই মন্তব্যের পর মমতা তথা তৃণমূলকে নিয়েই প্রশ্ন তুললেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সোমবার সংহতি যাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেছেন, এটা বলতে খুব দুঃখ হচ্ছে যে আমরা যখন বৈঠকে যাই, দেখি সিপিএম বৈঠককে কন্ট্রোল করে।’ ৩৪ বছর ধরে যাদের বিরোধিতা করেছেন, সেই সিপিএম-এর কথা যে তিনি কোনওভাবেই শুনবেন না, সেটাও বুঝিয়ে দিয়েছেন মমতা। এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘ইন্ডিয়া জোটের কথা তো উনিই বলেছিলেন। ২১ জুলাই বলেছিলেন, জিতেগা ইন্ডিয়া জিতেগা। এখন হঠাৎ কী হল?’
মমতাকে কটাক্ষ করে সেলিম বলেন, “প্রথমে বিজেপি জোটের বিরোধিতা করল, এখন উনি বিরোধিতা করছেন। আমরা আগেও বিরোধী ছিলাম না, এখনও নেই। শুধু এটুকু বলেছি, ভোটের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যখন লড়াই করব, তখন আমরা কোনও দুর্নীতিগ্রস্ত বা অপরাধীকে জায়গা দেব না।”
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, বিভাজনের রাজনীতি করতে চাইছে তৃণমূল। তিনি বলেন, “এভাবেই তৃণমূল নিজেও জিততে চায় আর বিজেপিকেও সুবিধা পাইয়ে দিতে চায়।”





