Cyclone Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘হামুন’, বাংলাতেও কি ঝোড়ো ব্যাটিং?

Cyclone Hamoon: আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বেলা গড়াতেই মেঘলা আকাশ, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কলকাতা-সহ একাধিক জায়গায়। আগামিকাল বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়।

Cyclone Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে 'হামুন', বাংলাতেও কি ঝোড়ো ব্যাটিং?
ধেয়ে আসছে হামুন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 4:29 PM

কলকাতা: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘হামুন’। বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব তছনছ করতে পারে বাংলাদেশের উপকূলকে। তবে এবার বাংলার জন্য বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। ইতিমধ্যেই বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানিয়েছে, এপার বাংলায় দুর্যোগের কোনও ভয় নেই। শুধু তাই নয়, তুলে নেওয়া হল ভারী বৃষ্টির সতর্কতাও। বদলে শুধু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালেই বাংলাদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হামুন। চট্টগ্রামের কাছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বেলা গড়াতেই মেঘলা আকাশ, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কলকাতা-সহ একাধিক জায়গায়। আগামিকাল বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে বাকি জেলাগুলি শুকনো থাকার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, এবার হেমন্তের ছোঁয়া ফিরবে।

আগামী ৭২ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা। প্রায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। দিনেরাতেই এই তারতম্য লক্ষ্য করা যাবে। হামুনের প্রভাবে আজ ও আগামিকাল সুন্দরবনে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ও ২৫ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতেও মানা করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪-এর আশেপাশে থাকবে।