VIDEO: ঢাক কাঁধে শ্বশুর-জামাই, উৎসবের শেষবেলায় মাতালেন দেবাশিস কুমার-গৌরব
Tridhara: দেবলীনা কুমার বলেন, "এত বড় উৎসব যে হল, আজ তার শেষ দিন। সে কারণে সকলেই আমরা অন্য মুডে। গৌরব বলেছে ও নাচতে পারে না। তাই ও ঢাক বাজাচ্ছে।" তবে গৌরবের কথায়, "ঢাকটাও রপ্ত হয়ে ওঠেনি। তবে একটু তাল মেলানোর চেষ্টা করছি মাত্র। তবে ভাগ্য ভাল ঢাকিরা আছেন। আমার বোল শুনে কেউ নাচত না।"
বিজয়া থেকেই আবাহনের দিন গোনা শুরু। বিভিন্ন প্যান্ডেলে ধরা পড়ছে সেই ছবি। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা চলছে। ত্রিধারা সম্মিলনীতে এদিন সিঁদুর খেললেন দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার। অন্যদিকে ঢাক কাঁধে তুলে নিয়েছেন স্বয়ং দেবাশিস কুমার। যিনি তৃণমূলের বিধায়ক। অন্যদিকে শ্বশুরের সঙ্গে ঢাকে যুগলবন্দিতে দেখা গেল গৌরব চট্টোপাধ্যায়কেও।
দেবলীনা কুমার বলেন, “এত বড় উৎসব যে হল, আজ তার শেষ দিন। সে কারণে সকলেই আমরা অন্য মুডে। গৌরব বলেছে ও নাচতে পারে না। তাই ও ঢাক বাজাচ্ছে।” তবে গৌরবের কথায়, “ঢাকটাও রপ্ত হয়ে ওঠেনি। তবে একটু তাল মেলানোর চেষ্টা করছি মাত্র। তবে ভাগ্য ভাল ঢাকিরা আছেন। আমার বোল শুনে কেউ নাচত না।”
মেয়ে জামাইকে নিয়ে উৎসবের শেষবেলার সবটুকু আনন্দ চেটেপুটে খেতে চান দেবাশিস কুমার। দারুণ খুশি তাঁরা। বলেন, “মনটা খারাপ। মা চলে যাচ্ছেন। তবে পুজোর কটাদিন, আজ সকালেও মন প্রাণ দিয়ে আনন্দ করেছি।”