Firhad Hakim: ‘পুরসভার কোনও অফিসারকে ঘুমোতে দিই না’, কলকাতা পুলিশ ও পৌর আধিকারিকদের প্রশংসা ফিরহাদের গলায়

Firhad Hakim: মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শহর পরিষ্কার রাখা, কলকাতার রাস্তা ঠিক রাখা, আলো পরিষেবা সঠিক রাখা, বেশি বৃষ্টিতে নালা-নর্দমা পরিষ্কার রাখা ইত্যাদি সব কিছু পৌরসভা করে থাকে। আইন শৃঙ্খলা, ট্রাফিক ঠিক রাখা কলকাতা পুলিশ করে থাকে। এই পুজোয় কলকাতা পুলিশ ও পৌরসভা ভাল কাজ করেছে।"

Firhad Hakim: 'পুরসভার কোনও অফিসারকে ঘুমোতে দিই না', কলকাতা পুলিশ ও পৌর আধিকারিকদের প্রশংসা ফিরহাদের গলায়
ফিরহাদ হাকিম, মেয়রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 5:30 PM

বাবুঘাট: আজ দশমী। উমার ঘরে ফেরার পালা। বাবুঘাটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন। কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। মেয়র ফিরহাদ হাকিম নিজে উপস্থিত হয়েছেন বাবুঘাটে। রয়েছেন কলকাতা পুরসভার কমিশনারও। পুরো বিষয়টি তদারকি করছেন তাঁরা।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “শহর পরিষ্কার রাখা, কলকাতার রাস্তা ঠিক রাখা, আলো পরিষেবা সঠিক রাখা, বেশি বৃষ্টিতে নালা-নর্দমা পরিষ্কার রাখা ইত্যাদি সব কিছু পৌরসভা করে থাকে। আইন শৃঙ্খলা, ট্রাফিক ঠিক রাখা কলকাতা পুলিশ করে থাকে। এই পুজোয় কলকাতা পুলিশ ও পৌরসভা ভাল কাজ করেছে।”

মেয়রের কথায়, “আগামী তিন চারদিন আমরা রোজই সক্রিয় থাকি। পুরসভার কোনও অফিসারকে আমি ঘুমোতে দিই না। ওরা ২৪ ঘণ্টা কাজ করে।” এ দিকে, দশমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবঙ্গে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। প্রথমে গঙ্গার ঘাটগুলিতে বাড়ির ঠাকুরগুলি নিরঞ্জন করা হবে। তারপরই চলবে বারোয়ারি পুজোর বিসর্জন।