DA: মহার্ঘ ভাতা না মেটালে পুজোর পর বড় আন্দোলন, হুঁশিয়ারি ভাস্কর ঘোষের
DA Agitation: ভাস্কর ঘোষের অভিযোগ, "এই শতাংশ বঞ্চনা কিন্তু ভারতবর্ষের কোনও রাজ্য তাঁর কর্মচারীদের সঙ্গে করে না। ভারতের অনেক রাজ্য রয়েছে, যারা অর্থনৈতিকভাবে বাংলার থেকে দুর্বল, অনেক রাজ্য সবলও, কিন্তু এতটা বঞ্চনা কোথাও হয় না।"

কলকাতা: মহার্ঘ ভাতা না মেটালে পুজোর পর রাজ্য সরকারী কর্মচারীদের তীব্র আন্দোলনের জন্য তৈরি থাকার বার্তা, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর পর সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ” প্রত্যাশিতভাবেই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে তিন শতাংশ অতিরিক্ত হারে অর্থাৎ মোট ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। ঠিক একই ভাবে এই রাজ্যের কর্মচারীরা, যাঁরা AICPI -এর মূল্যবৃদ্ধির কোপ সহ্য করেন, অথচ তাঁদের বর্তমানে ডিএ হচ্ছে ১৮ শতাংশ। মহার্ঘ ভাতার তফাৎ ৪০ শতাংশ।”
তাঁর অভিযোগ, “এই শতাংশ বঞ্চনা কিন্তু ভারতবর্ষের কোনও রাজ্য তাঁর কর্মচারীদের সঙ্গে করে না। ভারতের অনেক রাজ্য রয়েছে, যারা অর্থনৈতিকভাবে বাংলার থেকে দুর্বল, অনেক রাজ্য সবলও, কিন্তু এতটা বঞ্চনা কোথাও হয় না।”
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের তরফে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়। রাজ্যের বক্তব্য, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয় না! কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে, তার মধ্যে অধিকাংশেই সরকারে বিজেপি রয়েছে।
রাজ্যের বক্তব্য, সংবিধানের অনুচ্ছেদ ৩০৯ অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করার। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে, তা অনুসরণ করতে বাধ্য নয় কোনও রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা পরবর্তীতে কী পদক্ষেপ করেন, সেটাই দেখার।
