DA protest in West Bengal: ডিএ-র জন্য আন্দোলন এবার আরও বৃহত্তর, রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি যৌথ মঞ্চের

DA protest in West Bengal: বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভাতেও যৌথ মঞ্চের তরফে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

DA protest in West Bengal: ডিএ-র জন্য আন্দোলন এবার আরও বৃহত্তর, রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি যৌথ মঞ্চের
সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 6:19 PM

কলকাতা: বেশ কয়েক মাস ধরে শহিদ মিনার চত্বরে আন্দোলন চলছে মহার্ঘ ভাতার দাবিতে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা চেয়ে পথে বসেছেন বিভিন্ন দফতরের সরকারি কর্মীরা। মামলা-মোকদ্দমা, বৈঠকের পরও কোনও লাভ হয়নি। রাজ্য সরকার এখনও তাদের অবস্থানে অনড়। সরকারের ঘরে টাকা নেই, এই যুক্তিই বারবার দেখানো হয়েছে। আদালতের নির্দেশে আন্দোলনকারীদের নিয়ে নবান্নে বৈঠক হলেও, তা ফলপ্রসূ হয়নি। এবার তাই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীরা এবার কলকাতা ছাড়িয়ে তাঁদের স্বর পৌঁছে দিতে চাইছেন দিল্লিতে। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চাইলেন তাঁরা।

সোমবার সাংবাদিক বৈঠক করে একাধিক কর্মসূচির কথা জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। চিঠিতে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাঁরা দেখেছেন, সরকার বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। বৈঠকে যে কোনও সমাধানসূত্র বেরোয়নি সে কথাও উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

এদিকে, আগামী ৪ অগস্ট রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা পেনশন প্রাপকরা। ডিএ না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই তাঁরা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবেন।

বাদল অধিবেশনে যাতে মহার্ঘ ভাতা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরা হয়, সে কারণে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের চিঠি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বার্তা দিতে বিধানসভা অভিযান করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের। অধিবেশন চলাকালীন বিধানসভা অভিযান করা হবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তবে এখনও দিনক্ষণ জানাননি তিনি।