COVID 19: খানিক ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যা
COVID 19: কয়েকদিন নিম্নমুখী থাকার ফের ঊর্ধ্বমুখী বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। খানিক বাড়ল মৃতের সংখ্যাও।
কলকাতা: মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত (Corona Infected) হয়েছিলেন ২৭২ জন। মৃত্যু হয়েছিল ১ জনের। বুধবার আক্রান্তের সংখ্যা আরও খানিকটা বেড়ে গেল। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন বলছে এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। মারা গিয়েছেন ৩ জন। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩.০৯ শতাংশ। তবে আক্রান্তের তালিকায় সমস্ত জেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – বুধবার আক্রান্ত ৮৬। মঙ্গলবার আক্রান্ত ৯১।
উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ৮১। মঙ্গলবার আক্রান্ত ৩৯।
দক্ষিণ ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ২২। মঙ্গলবার আক্রান্ত ২০।
হাওড়া – বুধবার আক্রান্ত ১০। মঙ্গলবার আক্রান্ত ১৪।
নদিয়া – বুধবার আক্রান্ত ৬। মঙ্গলবার আক্রান্ত ৪।
পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ২৩। মঙ্গলবার আক্রান্ত ১২।
পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ১০। মঙ্গলবার আক্রান্ত ৬।
দার্জিলিং- বুধবার আক্রান্ত ৭। মঙ্গলবার আক্রান্ত ৬।
বীরভূম – বুধবার আক্রান্ত ১১। মঙ্গলবার আক্রান্ত ৮।
পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ৮। মঙ্গলবার আক্রান্ত ১১।
পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ২। মঙ্গলবার আক্রান্ত ৪।
জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ৮।
মুর্শিদাবাদ- বুধবার আক্রান্ত ১। মঙ্গলবার আক্রান্ত ৩।
মালদহ – বুধবার আক্রান্ত ৫। মঙ্গলবার আক্রান্ত ৬।
উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ৪। মঙ্গলবার আক্রান্ত ১০।
আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ৫। মঙ্গলবার আক্রান্ত ১।
বাঁকুড়া – বুধবার আক্রান্ত ২। মঙ্গলবার আক্রান্ত ২।
দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ৮। মঙ্গলবার আক্রান্ত ৬।
পুরুলিয়া – বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ২।
ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ০। মঙ্গলবার আক্রান্ত ১।
কোচবিহার – বুধবার আক্রান্ত ১। মঙ্গলবার আক্রান্ত ৪।
কালিম্পং – বুধবার আক্রান্ত ০। মঙ্গলবার আক্রান্ত ১।
হুগলি – বুধবার আক্রান্ত ১৫। মঙ্গলবার আক্রান্ত ১৩।