Board of Primary Education: প্রতি বছর হবে টেট, আগামীতে সবকিছু হবে স্বচ্ছতার সঙ্গে, আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির
TET: আগামী বছর থেকে ফি বছর প্রাথমিক টেট পরীক্ষা হবে। ফল বেরোবে। চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেব দায়িত্ব গ্রহণের পর বুধবার এই বার্তাই দিলেন গৌতম বাবু।
কলকাতা : রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম পাল। বুধবারই এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। আর প্রথম দিনেই স্পষ্ট করে দিলেন, আগামী দিনে পর্ষদ কীভাবে চলবে। জানিয়ে দিলেন, এখন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গেই হবে। শুধু তাই নয়, আগামী বছর থেকে ফি বছর প্রাথমিক টেট পরীক্ষা হবে। ফল বেরোবে। চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেব দায়িত্ব গ্রহণের পর বুধবার এই বার্তাই দিলেন গৌতম বাবু। তাঁর কথায়, টেটের প্যানেল প্রকাশ, নিয়োগ পত্র প্রদান সমস্ত কিছু স্বচ্ছতার সঙ্গে হবে আগামী দিনে।
বর্তমানে রাজ্যে যে টেট দুর্নীতির যে অভিযোগ উঠছে, সেই বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতিকে। তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানিয়ে দেন, “বিষয়টি বিচারাধীন, এই নিয়ে এখনই কিছু বলার নেই। তবে এখন থেকে সমস্ত কাজই স্বচ্ছতার সঙ্গে হবে।” সেই সঙ্গে গৌতম পাল সাংবাদিকদের আরও জানান, সভাপতি হিসেবে তিনি এমনভাবে কাজ করবেন, যেখানে কারও কোনও অভিযোগ থাকবে না। সমাজে কোনও ধরনের বিরূপ বার্তা যাবে না। শুধু তাই নয়, এর পাশাপাশি বর্তমানে যে চাকরিপ্রার্থীরা রয়েছেন, তাঁদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাঁদের প্রত্যেকের সেই সব অভিযোহ তিনি শুনবেন বলেও জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি।
প্রসঙ্গত, এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। তারপর থেকে আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব সামলে আসছিলেন রত্না চক্রবর্তী বাগচি। কিন্তু পর্ষদ সভাপতির পদটি ফাঁকাই রয়ে গিয়েছিল মানিকের অপসারণের পর থেকে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি করে নিয়ে আসা হয় গৌতম পালকে। আর দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই আগামীর রূপরেখা স্পষ্ট করে দিলেন গৌতম পাল।