Anubrata Mondal: জেল যাপনের প্রথম রাতে কী খেলেন অনুব্রত?
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কলকাতা: জামিনের মরিয়া চেষ্টা করেও মেলেনি জামিন। জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন অনুব্রতর আইনজীবীরা তাঁর জামিনের মরিয়া চেষ্টা করেন। এমনকী যে কোনও শর্তে প্রয়োজনে অনুব্রতর বীরভূমে (Birbhum) প্রবেশে নিষেধাজ্ঞার শর্তও মানতে তাঁরা রাজি ছিলেন। এমনকী আদালত চাইলে তিনি নিজাম প্যালেসের (Nizam Palace) আশপাশে গিয়ে থাকবেন বলেও উল্লেখ করা হয়। কিন্তু তারপরেও মেলেনি জামিন। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত। আগামী ৭ সেপ্টেম্বর জেল হেফাজতে থাকতে হবে অনুব্রতকে। কিন্তু, গারদের পিছনে প্রথম রাতে কী খাচ্ছেন অনুব্রত? পাচ্ছেন কী পছন্দের খাবার?
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগামী ৩-৪ দিন এই ওয়ার্ডেই থাকবেন অনুব্রত, এমনটাই খবর জেল সূত্রে। তবে জেলে খাবারের ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না তিনি। অন্য বন্দিদের এদিন যা খাবার দেওয়া হচ্ছে অনুব্রতকেও সেই খাবারই দেওয়া হচ্ছে বলে খবর। বুধবার রাতে তাঁকে দেওয়া হচ্ছে রুটি ডাল আর সবজি। এদিকে এক সময় টিভি-৯ বাংলার সাক্ষাৎকারে নিজের নানা খাবারের প্রতি প্রেমের কথা জানিয়েছিলেন অনুব্রত। মাছ-মাংসের প্রতি তাঁর ভালভাসার কথাও বলতে ভোলেননি। এক বিশেষ সাক্ষাৎকারে অনুব্রত বলেছিলেন, “এক কিলো মাংস একা খেয়েছি। ২০-২২ পিস মাছ খেয়েছি। যখন ভাজত খেয়ে নিতাম। আগে অনেক মটনও খেতাম। আমি রান্নাও জানি। কাঁচা কলা সিদ্ধ করে ভাল কাবাব বানাতে জানি।”
বর্তমানে গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে এই জেলে গিয়েও অনুব্রতকে জেরা করতে পারেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এদিন রায়ে এমনটাই জানিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এদিকে অনুব্রতর পাশাপাশি বর্তমানে জেলে বন্দিদশা কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তাঁকে জেলে দেওয়া হচ্ছে সাধারণ খাবার। তিনিও মধ্যাহ্ন ভোজে খেয়েছেন ভাত, ডাল, দু’ রকম তরকারি। রাতে রুটি, সবজি আর সামান্য ডাল। এমনকী ধবধবে কোনও বিছানা নয়, শুচ্ছেন সাধারণ চাদরেই।