Abhishek Banerjee: করলেন আরতি, দিলেন পুজো, নৈহাটিতে বড় মা-র মন্দিরে অভিষেক

Abhishek Banerjee: প্রসঙ্গত, মন্দির উদঘাটনের দিনই নৈহাটিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু, অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সেদিন সেখানে যেতে পারেননি অভিষেক। এদিকে অভিষেকের নৈহাটি আগমনের পিছনে আবার অনেকেই রাজনৈতিক সমীকরণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন।

Abhishek Banerjee: করলেন আরতি, দিলেন পুজো, নৈহাটিতে বড় মা-র মন্দিরে অভিষেক
মন্দিরে অভিষেকImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 5:51 PM

কলকাতা: কিছুদিন আগে অভিষেকের (Abhishek Banerjee) জন্মদিনে নৈহাটিতে বড় মা-র নব নির্মিত মন্দিরে যজ্ঞ করেছিলেন পার্থ ভৌমিক-সহ অভিষেক অনুগামীরা। কালীপুজোয় সেখানেই গেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। দিলেন পুজো, করলেন আরতিও। ইতিমধ্যেই সেই ভিডিয়ো শেয়ারও করেছেন ফেসবুক থেকে। ১৮ মিনিটের সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে কখনও পুরোহিতের সঙ্গে মন্ত্রপাঠ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কখনও ধূপ হাতে করছেন আরতি। 

প্রসঙ্গত, মন্দির উদঘাটনের দিনই নৈহাটিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু, অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সেদিন সেখানে যেতে পারেননি অভিষেক। এদিকে অভিষেকের নৈহাটি আগমনের পিছনে আবার অনেকেই রাজনৈতিক সমীকরণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। শেষ লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপির দাপট দেখেছিল তৃণমূল। সেখানে চব্বিশের লোকসভা নির্বাচননের আগে অভিষেকের পুজো দিতে যাওয়ার পিছনে কেউ কেউ রাজনীতির গন্ধ পাচ্ছেন। তবে সূত্রের খবর, পুজো দেওয়া, প্রতিমা দর্শন ছাড়া এদিন অভিষেকের আর কোনও কর্মসূচি নেই। 

যদিও নামটা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন যে রাজনীতি পিছু ছাড়বে না তা বলার অপেক্ষা রাখে না। এদিকে কিছু বছর আগে যে অর্জুন সিংয়ের হাত ধরে এখানে পদ্ম শিবিরের দাপট বেড়েছিল সেই অর্জুনই এখন তৃণমূলে। ঝাঁঝ কমেছে বিজেপির। এদিকে চব্বিশের লোকসভায় যে ভাবে অযোধ্যার রাম মন্দিরকে হাতিয়ার করে মানুষের মন জিতেতে নেমেছে বিজেপি সেখানে নৈহাটির ক্ষেত্রেও বড় মা ভক্তদের কাছে একটা বড় আবেগের জায়গা। সেখানে অভিষেকের আগমনে ভোট মানচিত্রে কোনও ছাপ পড়ে কি না এখন সেটাই দেখার।