Dilip Ghosh: ‘সমাজের চোখে ছোট হয়েছে গিয়েছেন তৃণমূল কর্মীরা’, বিপ্লব প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ

Newtown: বুধবার বিপ্লব ওঝার দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি সর্ব-ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, একা বিপ্লববাবু নয়, শাসরদলের আরও অনেকেই বিজেপি-তে যোগদান করতে চাইছেন।

Dilip Ghosh: 'সমাজের চোখে ছোট হয়েছে গিয়েছেন তৃণমূল কর্মীরা', বিপ্লব প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ
বিপ্লব ওঝার দলবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 11:42 AM

কলকাতা: শনিবার কেষ্টভূমে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বীরভূম তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি বিপ্লব ওঝা। নলহাটিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। একে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে, তার উপর তৃণমূলের প্রাক্তন এই সহ-সভাপতির দলবদল কিছুটা হলেও শাসকদলের ভিত নড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার বিপ্লব ওঝার দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি সর্ব-ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, একা বিপ্লববাবু নয়, শাসরদলের আরও অনেকেই বিজেপি-তে যোগদান করতে চাইছেন।

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

নিত্যদিনের মতো নিউটাউনে প্রাতঃভ্রমণে বের হন বিজেপি নেতা। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। এরপর বিপ্লব ওঝার বিজেপি-তে যোগদান প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনেকেই আসতে চাইছেন। বীরভূমে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী কেউ সুখে ছিলেন না। সেখানে কিছু লোক করে খাচ্ছিল। এখন তৃণমূলের ভাল লোকেরাও সমাজের চোখে ছোট হয়ে গিয়েছন। তাঁদেরকেও লোকেরা ওই চোখে দেখছেন।  তাই তাঁরা আত্মগ্লানিতে ভুগছেন। এরাই দল বদল করে আসতে চাইছেন।”

তবে একা দিলীপ নন, গতকাল একই বিপ্লব ওঝার দলবদল নিয়ে একই মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহাও। তাঁর দাবি, “যাঁরা তৃণমূলের নোংরা লুটের রাজনীতির বিরুদ্ধে রয়েছেন, তাঁরা এই দলে থাকতে পারবেন না। উনি বহুদিন বসে ছিলেন। তৃণমূলের এই ধরনের নেতারা চোরদের বিরুদ্ধে বিপ্লব করে বেরিয়ে বিজেপিতে আসুক। তবে আমরা মনে করি ওই দলটায় এখন ঘুন ধরে গিয়েছে। তাই তৃণমূলে ঘুন পোকাগুলোই থাকুক। বাকিরা অন্যত্র চলে যান।”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দলের প্রতি নিজের ক্ষোভের কারণ ব্যক্ত করে তৃণমূল ছাড়েন বিপ্লব ওঝা। সংবাদ মাধ্যমে জানান, “আমি তৃণমূলের কংগ্রেসের সঙ্গে সমস্ত সংস্পর্শ ত্যাগ করছি। তার পিছনে কারণ রয়েছে। দলে এক বছর ধরে কোনও গুরুত্ব নেই। আমাকে কোনও মিটিং-মিছিলে ডাকা হয় না। মনে হচ্ছে দলে আমি বোঝা হয়ে গিয়েছে।” সেই সময় থেকেই জল্পনা বাড়ে তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি? যদিও, সকালে স্পষ্টভাবে কিছুই জানাননি তিনি। তবে গুঞ্জন উঠছিল, শুভেন্দুর সভা থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন তৃণমূল নেতা? সেই গুঞ্জনই সত্যি হয় বিকেলে। নলহাটিতে বিরোধী দলনেতার সভায় উপস্থিত হতে দেখা যায় তাঁকে। এ দিন বিরোধী দলনেতার পাশের চেয়ারে বসতে দেখা যায় বিপ্লব ওঝাকে। তাঁর হাতে ফুলের তোড়াও তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান শুভেন্দু। এরপরই স্পষ্ট হয়ে যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে তাঁর যোগদানের ছবিটি।

Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা