Dilip Ghosh:’স্ট্যালিন তো টাকা দেবেন না, কেন্দ্র দেবে’, মুখ্যমন্ত্রীকে ‘রাজনৈতিক ঊর্ধ্বে’ থাকার পরামর্শ দিলীপের
Dilip Ghosh: পুজোর মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অনুদান বন্ধের চিঠি পাঠান কেন্দ্রীয় গ্রামোয়ন্ননমন্ত্রকের সচিব।
কলকাতা: বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে দলের প্রধান এমকে স্টালিনের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার বৈঠকের পর তিনি বলেছেন, ‘স্টালিন আমার ভাইয়ের মতো’। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘স্ট্যালিন তো রাস্তা দেবেন না, টাকা কেন্দ্র সরকার দেবে।’
দিলীপের প্রতিক্রিয়া
পুজোর মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অনুদান বন্ধের চিঠি পাঠান কেন্দ্রীয় গ্রামোয়ন্ননমন্ত্রকের সচিব। প্রকল্পগুলির নাম বদল না করে টাকা দেওয়া যাবে না’ এই মর্মেই পাঠানো হয় চিঠিটি। যা নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক হয়। আর এই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বলেন, ‘দেখুন বৈঠক করে সমাধান হবে না। রাজনীতির উর্ধ্বে উঠতে হবে। সব জায়গায় যদি রাজনীতি খুঁজতে যান সব জায়গায় ভোট দেখতে যান তাহলেই দুরবস্থা হবে। যেটা হয়েছে। সরকার এখন দিশেহারা। কী করবে বুঝতে পারছে না। তাও বলছেন মোদী হটাও। তার জন্য স্ট্যালিন এর কাছে যেতে হবে। স্ট্যালিন তো রাস্তা দেবেন না, টাকাও দেবেন না, টাকা কেন্দ্র সরকার দেবে। তাই সেই টাকা সৎ ব্যবহার হওয়া উচিত।’
এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। বলেন, ‘২০১৯ সালে সেই ডায়লগ গুলো মনে করুন কী বলেছিল বিজেপি একটাও সিট পাবে না। মোদী হটাও দেশ বাঁচাও। তারপরে মোদী ৩০৩ সিট পেয়েছে। পশ্চিমবঙ্গে ১৮ টা সিট পেয়েছিলাম। তখন লালু-মুলায়ম-শিবসেনা অনেকের সঙ্গে ছিলেন। রাজনীতিতে এখন তাঁদের দেখতে পাওয়া যাচ্ছে না।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই সফরকে বিজেপি শিবিরের পক্ষ থেকে ২৪-এর লোকসভা নির্বাচনের কৌশল বলেই মনে করা হচ্ছে। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ‘রাজনৈতিক আলোচনা হয়নি’। তবে তা মানতে নারাজ গেরুয়া শিবির। এরপর আজ মুখ্যমন্ত্রীর তামিলনাড়ু সফরকে কটাক্ষ করেন দিলীপ।