Suvendu-Abhishek: অভিষেকের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে শুভেন্দুকে অন্তর্বর্তী নির্দেশ আদালতের
Suvendu-Abhishek: আলিপুর আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় অভিষেক অভিযোগ করেন, গত ২৬ জুন বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে তাঁর বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন শুভেন্দু। অভিষেকের বক্তব্য, শুভেন্দুর সেই সব মন্তব্য ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ওই সব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

কলকাতা: তাঁর বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন। এই অভিযোগ তুলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় সোমবার অন্তর্বর্তী নির্দেশ দিল আলিপুর আদালত। অভিষেকের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে শুভেন্দুকে অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারক। আদালতের অন্তর্বর্তী নির্দেশ, আগামী ১৯ অগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম- সহ কোনও মাধ্যমেই লিখিত বা মৌখিকভাবে মানহানিকর কোনও শব্দ প্রকাশ করতে পারবেন না শুভেন্দু।
আলিপুর আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় অভিষেক অভিযোগ করেন, গত ২৬ জুন বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে তাঁর বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন শুভেন্দু। অভিষেকের বক্তব্য, শুভেন্দুর সেই সব মন্তব্য ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ওই সব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।
অভিষেকের ওই মানহানির মামলায় এদিন আলিপুরের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) ৮ম আদালতের বিচারক সোমনাথ কুণ্ডু অন্তর্বর্তী নির্দেশ দেন। অন্তবর্তীকালীন নির্দেশে আদালত জানিয়েছে, আগামী ১৯ অগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম বা মুদ্রণে কোনও মাধ্যমেই লিখিত বা মৌখিকভাবে মানহানিকর কোনও শব্দ প্রকাশ করতে পারবেন না শুভেন্দু। আদালতের পর্যবেক্ষণ, বাকস্বাধীনতা মানহানিকর কিংবা বিদ্বেষপূর্ণ অভিব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে যেখানে এটি জনসাধারণের ব্যক্তিত্বের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে।
অভিষেকের মানহানির মামলায় আদালতের এই নির্দেশ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতার এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর বিরুদ্ধে কেন অন্তর্বর্তী নির্দেশ জারি নিয়ে আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হবে না, ১৫ দিনের মধ্যে শুভেন্দুর কাছে তা জানতে চেয়েছে আদালত। এখন দেখার, শুভেন্দুর এর কী জবাব দেন।

