Dumdum: মাথায় আঘাত, বেরিয়ে এসেছে ঘিলু, দমদমে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু
Dumdum: মৃতার নাম তারা শর্মা (৬৮)। মাস ছয়েক আগে তাঁর স্বামী অশোক শর্মাও মারা যান। অশোকবাবু একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার সকালেও এলাকায় দেখা গিয়েছিল ওই বৃদ্ধাকে। তারপর থেকে আর খোঁজ মিলছিল না।
দমদম: বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। কয়েক মাস আগে স্বামী মারা গিয়েছেন। একমাত্র মেয়ে। তাঁরও বিয়ে হয়ে গিয়েছে। দমদমে নিজের বাড়িতে একাই দিন কাটছিল তাঁর। এরপর সোমবার মা-কে বারবার ফোন করছিলেন মেয়ে। তবে ফোন না ধরায় সন্দেহ হয়। চলে আসেন বাড়িতে। আর তারপরই খোলসা হয় সবটা। মৃত্যু হয়েছে বৃদ্ধার। তবে পরিবারের দাবি, কেউ বা কারা তাঁকে খুন করেছে। ঘটনাটি ঘটেছে দমদমের গোরাবাজার এলাকায়।
মৃতার নাম তারা শর্মা (৬৮)। মাস ছয়েক আগে তাঁর স্বামী অশোক শর্মাও মারা যান। অশোকবাবু একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার সকালেও এলাকায় দেখা গিয়েছিল ওই বৃদ্ধাকে। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায় বাড়িতে যান। অনেকবার দরজায় কড়া নাড়েন। এরপরেও সাড়া না দেওয়ায় খবর দেওয়া হয় দমদম থানায়। পুলিশ এসে দরজা ভেহে দেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, বৃদ্ধার একা থাকার সুযোগকেই কাজে লাগিয়ে কেউ বা কারা খুন করেছে তাঁকে। মহিলার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা দেবীর মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। তবে কী কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মৃতার আত্মীয় বলেন, “ওনার মেয়ে ফোন করেছিল। মা কে ফোনে পায়নি বলে বাড়িতে যিনি কাজ করেন তাঁকে ফোন করেন। তিনি জানান যে বৃদ্ধা দরজা খুলছেন না অনেকক্ষণ ধরে। এরপর ওনার মেয়ে দমদম থানায় খবর দেয়। পুলিশ এসে দেখে ওনার মাথায় আঘাত রয়েছে। ঘিলু বেরিয়ে এসেছে। তবে কী হয়েছে ঠিক বলতে পারব না।”