Weather Durga Puja: পুজোয় বৃষ্টি নয়, বরং থাকছে বোনাস; সুখবর শোনাল হাওয়া অফিস

Durga Puja Weather Forecast: পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ করেন সকলে। বয়স যাই হোক, সামর্থ্য যেমনই হোক, নিজেদের মতো করে চারটে দিন সব খারাপ ভুলে থাকার চেষ্টা। তাই পুজোর আকাশে কালো মেঘ দেখা দিলে, পুজোতেও বৃষ্টি হলে মন কাঁদে উৎসবমুখর বাঙালির।

Weather Durga Puja: পুজোয় বৃষ্টি নয়, বরং থাকছে বোনাস; সুখবর শোনাল হাওয়া অফিস
দুর্গাপুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। Image Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 5:36 PM

কলকাতা: দুর্যোগের কোনও আশঙ্কা নেই পুজোয়, এমনই সুখবর শোনাল হাওয়া অফিস। এক সপ্তাহও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠোৎসবের। আজ থেকেই পুজোর উদ্বোধন শুরু বাংলায়। তবে গত কয়েকদিনের খামখেয়ালি আবহাওয়ায় চিন্তা বেড়েছিল বঙ্গবাসীর। তবে কি এবার পুজোর চারটে দিনও ভাসাতে চলেছে বৃষ্টি? আপাতত মৌসম ভবন যে রিপোর্ট দিচ্ছে, তাতে এ আশঙ্কা একেবারেই নেই।

পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ করেন সকলে। বয়স যাই হোক, সামর্থ্য যেমনই হোক, নিজেদের মতো করে চারটে দিন সব খারাপ ভুলে থাকার চেষ্টা। তাই পুজোর আকাশে কালো মেঘ দেখা দিলে, পুজোতেও বৃষ্টি হলে মন কাঁদে উৎসবমুখর বাঙালির।

অনেকদিন পর আবহাওয়া নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে থাকবে ঝলমলে আকাশ। অর্থাৎ দিনে-রাতে প্যান্ডেল হপিংয়ে বৃষ্টিঅসুরের দাপটের সম্ভাবনা নেই।

মৌসম ভবনের সাপ্তাহিক যে রিপোর্ট, বৃহস্পতিবারই তা সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, আগামী ১০ থেকে ১২ দিন ভারী বৃষ্টি নয় বাংলায়। শুধু তাই নয়, পুজোয় মিলবে বোনাসও। হাওয়া অফিস সে বার্তাও শুনিয়েছে। এই যে তীব্র গরম, স্বাভাবিকের থেকে উপরে সর্বোচ্চ তাপমাত্রা, সেটাও অনেকটাই কমবে।

আবহাওয়াবিদরা বলছেন, এই সুখবর তাঁরা দিতে পারছেন, কারণ বঙ্গোপসাগর এখনও শান্ত। সেখানে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে, ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। ফলে ভ্যাপসা গরম যেমন কমবে, বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই।