Bengal, Kolkata Weather: ঝকঝকে আকাশ নাকি ভেজাবে বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস

Bengal, Kolkata Weather: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে। এছাড়াও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।

Bengal, Kolkata Weather: ঝকঝকে আকাশ নাকি ভেজাবে বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস
কেমন থাকবে আবহাওয়া?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 12:57 PM

কলকাতা: আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অন্তত মহালয়ার আগে তো নেই। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। তবে তাও ধীরে ধীরে কমে যাবে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে। এছাড়াও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। একই সঙ্গে বর্ষা বিদায় নেবে আগামী ২৪ ঘণ্টায়। দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বিদায় পর্ব শুরু হবে।

অপরদিকে, দক্ষিণবঙ্গে মহালয়ার দিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। উইকেন্ডে বজায় থাকবে শুকনো আবহাওয়া। দু’এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৮ ঘণ্টা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। অপরদিকে, উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে দু’একদিন হালকা বৃষ্টি হলেও হতে পারে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে।