Mobile Snatching: কলকাতায় বাস থেকে মোবাইল চুরির ১৫ মিনিটের মধ্যে ৪০ হাজার টাকা গায়েব

ফোন হারানো সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেছেন, “বাসে আমি জানলার ধারে বসেছিলাম। ফোনে টাইপ করতেই ব্যস্ত ছিলাম আমি। সে সময়ই বাসের জানলা দিয়ে আমার ফোন কেড়ে নেয়। সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এর ১৫ মিনিট পর দেখি আমার ইউপিআই অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।”

Mobile Snatching: কলকাতায় বাস থেকে মোবাইল চুরির ১৫ মিনিটের মধ্যে ৪০ হাজার টাকা গায়েব
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 12:47 PM

কলকাতা: কলকাতার কেষ্টপুরের এক বাসিন্দা সম্প্রতি কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। বাসে জানলার ধারে বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলেন। রাত হয়ে যাওয়ায় বাস বেশ ফাঁকাই ছিল। বেহালা থেকে ফেরার সময়ই বাসের জানলা দিয়ে তাঁর ফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ফোন কেড়েই সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় ওই চোর। ফোন হারিয়ে ওই ব্যক্তি যখন কী করবেন ভেবে পাচ্ছেন না, তখনই ফের ধাক্কা খান তিনি। ফোন চুরির মিনিট ১৫ পর দেখেন, তাঁর ইউপিআই অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। ঘটনা নিয়ে দুটি অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু ফোন ছিনাতাইয়ের পর পাসওয়ার্ড প্রোটেকটেড ইউপিআই থেকে কী ভাবে টাকা গায়েব করা হল, তা ভাবাচ্ছে গোয়েন্দাদেরও।

জানা গিয়েছে, কেষ্টপুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম শঙ্কর ঘোষ। কাজের জন্য রোজ বেহালা যেতে হত তাঁকে। ফোন হারানো সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেছেন, “বাসে আমি জানলার ধারে বসেছিলাম। ফোনে টাইপ করতেই ব্যস্ত ছিলাম আমি। সে সময়ই বাসের জানলা দিয়ে আমার ফোন কেড়ে নেয়। সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এর ১৫ মিনিট পর দেখি আমার ইউপিআই অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।” এই ঘটনার পর দুটি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। একটি অভিযোগ ফোন ছিনতাই সংক্রান্ত এবং অপর অভিযোগ ইউপিআই থেকে টাকা চুরি সংক্রান্ত।

কিন্তু ফোন চুরির পর কী ভাবে ইউপিআই থেকে কী ভাবে টাকা উধাও হল তা ভাবাচ্ছে গোয়েন্দাদেরও। কারণ বর্তমানে অনেকেই ফোনের মধ্যে বিভিন্ন পাসওয়ার্ড সেভ করে রাখেন। কিন্তু শঙ্কর দাবি করেছেন, তিনি ফোনে পাসওয়ার্ড রাখতেন না। ব্যাঙ্কের তরফেও বিষয়টি নিয়ে তদন্ত করে দেখেছে, ঠিক পাসওয়ার্ডের মাধ্যমেই ইউপিআই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে। কিন্তু ফোন ছিনতাই আর তার পর টাকা উধাওয়ের এই ঘটনার তদন্ত চলছে। পুলিশ মনে করছেন, ফোন ছিনতাইকারীদের সঙ্গে সাইবার অপরাধীদেরও যোগাযোগ রয়েছে। বা এক সঙ্গেই কাজ করছে এই চক্র। আর দিন কয়েক পরই শুরু দুর্গাপুজো। সেই উপলক্ষে মহানগরীর বুকে ভিড় জমবে লক্ষাধিক মানুষের। এই সময় চুরি, ছিনতাইয়ের ঘটনাও ঘটে থাকে। তার আগে এই ঘটনা নতুন করে চিন্তা বাড়াচ্ছে পুলিশ থেকে সাইবার গোয়েন্দাদের।