Sandip Ghosh: এবার ইডি ঘিরছে সন্দীপ ঘোষকে, দায়ের হল ইসিআইআর

RG Kar: একইসঙ্গে দু'টি মামলার তদন্ত করছে সিবিআই। তবে আর্থিক দুর্নীতির মামলা যেহেতু, ফলে ইডির হাতে সে তদন্তভার যে কোনও সময়ই যেতে পারে। এরইমধ্যে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর দাখিল করল ইডি।

Sandip Ghosh: এবার ইডি ঘিরছে সন্দীপ ঘোষকে, দায়ের হল ইসিআইআর
সন্দীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2024 | 10:07 AM

কলকাতা: এবার আরও চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই-এর পর এবার আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইসিআইআর দায়ের করা হয়েছে। সিবিআইয়ের এফআইআর-এর ভিত্তিতেই এই ইসিআইআর দায়ের করেছে তারা। অভিযুক্ত হিসাবে প্রথম নামই সন্দীপ ঘোষের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি করে ডাক্তার পড়ুয়ার মৃত্য়ুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১০ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপকে।  আজ মঙ্গলবারও সিবিআই দফতরে হাজির হয়েছেন তিনি। এমনকী সিবিআই তাঁর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। বাড়ি থেকে সবুজ কাপড়ে বোচকা ভরে নথিও নিয়ে আসে তারা।

কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি-সহ বিভিন্ন দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন করেন  আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি। বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে আর্জি জানান তিনি। মামলা দায়ের করার অনুমতিও দেয় কোর্ট। অন্যদিকে আরজি করে পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি এই আখতার আলিরই দায়ের করা দুর্নীতির মামলারও তদন্তভার সিবিআইকে দেওয়া হয়।

অর্থাৎ একইসঙ্গে দু’টি মামলার তদন্ত করছে সিবিআই। তবে আর্থিক দুর্নীতির মামলা যেহেতু, ফলে ইডির হাতে সে তদন্তভার যে কোনও সময়ই যেতে পারে। এরইমধ্যে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর দাখিল করল ইডি। এই ইসিআইআর হল, কোনও মামলায় অভিযোগ দায়ের করে ইডির নিজেরই সেই তদন্তের পথে পা বাড়ানো। বলা হয়, পিএমএলএ অ্যাক্টে ব্যবস্থা গ্রহণের আগে সাধারণত ইডি এই ইসিআইআর দায়ের করে।