Coal Smuggling Case: কয়লা কাণ্ডে আকাশ মাঘারিয়াকে ম্যারাথন জেরা ED-র

গরু ও কয়লা পাচার নিয়ে বঙ্গ রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। গরু পাচার মামলায় ইতিমধ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।

Coal Smuggling Case: কয়লা কাণ্ডে আকাশ মাঘারিয়াকে ম্যারাথন জেরা ED-র
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 8:44 PM

কলকাতা: সোমবারই কয়লা পাচার কাণ্ডে আইপিএস অফিসার আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) পদে কর্মরত আকাশ। ইডি সূত্রে জানা গিয়েছিল, পুরুলিয়ার পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচার কাণ্ডে তাঁর ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল।

সোমবার ইডির ম্যারাথন জেরার মুখে পড়েন এই আইপিএস অফিসার। তাঁকে দিল্লিতে আট ঘণ্টা জেরা করা হয়েছে। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ইডি দফতরে ঢোকেন কলকাতা পুলিশের ডিসি সাউথ। তাঁকে সন্ধে ৬টা ৪৫ অবধি জেরা করে ইডির তদন্তকারী আধিকারিকরা।

সাংবাদিকদের মুখোমুখি আকাশ মাঘারিয়ার ইডি তলব প্রসঙ্গে মুখ খোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী। তিনি বলেন, “এই ঘটনায় উনি জড়িত, এটা সবাই জানেন। উনি পুরুলিয়ার পুলিশ সুপার থাকাকালনী এই কয়লা পাচার ঘটেছে। দিল্লি কোর্টে জমা পড়া ডায়েরিতে পুরুলিয়ার পুলিশ সুপারের নাম লেখা আছে। সেই সময় উনি পুরুলিয়ার দায়িত্বে ছিলেন। আকাশ মাঘারিয়ার কাছে বড় অঙ্কের টাকা যেত। পুরো টাকা তিনি নিয়েছেন না ওপর মহলে পাঠিয়েছেন তা আমি বলতে পারব না।”

গরু ও কয়লা পাচার নিয়ে বঙ্গ রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। গরু পাচার মামলায় ইতিমধ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। ইডি সূত্রের খবর, পুরুলিয়ার সুপার থাকাকালীন কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত লালাকে নানা ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। কয়লা কাণ্ডে এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে ২৮ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় ও কোটেশ্বর রাওয়ের মতো মোট ৮ জন আইপিএস অফিসারকে তলব করেছে ইডি। আগামী দিনে আইপিএসদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কোনও কড়া পদক্ষেপ নেয় কিনা, সেটাই এখন দেখার।