ED: নিয়োগ দুর্নীতি মামলা, ইডি দফতরে অভিষেকের আপ্ত সহায়ক
ED: ইডির নোটিস অনুযায়ী, সোমবার বেলা বারোটার কিছু সময় পর দফতরে পৌঁছন সুমিত। প্রাথমিক নিয়োগে দুর্নীতি-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই সূত্রের খবর
কলকাতা: ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নোটিস অনুযায়ী, সোমবার বেলা বারোটার কিছু সময় পর দফতরে পৌঁছন সুমিত। প্রাথমিক নিয়োগে দুর্নীতি-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই সূত্রের খবর।
যদিও ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। দ্রুত শুনানির আবেদনও জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সোমবারই হাইকোর্টে সেই মামলার শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও বাবা-মায়ের সম্পত্তির হিসাব পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, উক্ত প্রত্যেকেই কোনও না কোনও সময়ে অভিষেকের বাণিজ্যিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বা রয়েছেন। সুমিত অত্যন্তই অভিষেকের আস্থাভাজন। তবে রাজ্য রাজনীতির ময়দানে তিনি কখনই প্রকাশ্যে আসেননি। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলের সকলেই জানেন, অভিষেক না থাকলে, তাঁর জন্য বার্তা রাজনৈতিক নেতৃত্ব সুমিতের কাছেই রেখে যেতেন।
সুমিত অভিষেকের অফিসেই বসেন। সেখানে গেলেই তাঁর দেখা পাওয়া যায়। এছাড়া কোনও রাজনৈতিক কর্মসূচিতে অভিষেকের পাশে তাঁকে সচরাচর দেখা পাওয়া যায় না। লিপস অ্যান্ড বাউন্ডসের লেনদেন নিয়ে কাটাছেঁড়ার সময়ে সুমিতের যে ডাক পড়তে পারে, তা তৃণমূল অন্দরে অনেকেই মনে করেছিল। হাইকোর্টে এদিনই সুমিতের আবেদনের শুনানি রয়েছে, তার মধ্যেই ইডি দফতরে হাজিরা দিলেন তিনি।