Kalighater Kaku: কালীঘাটের কাকু আর কতদিন ICUয়ে থাকবেন? খোঁজ নিতে SSKM-এ ইডি

Kakighater Kaku: কালীঘাটের কাকুকে দেখতে এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে যান ইডির এক উচ্চপদস্থ আধিকারিক। এস‌এসকেএম পৌঁছেই কার্ডিওলজি বিভাগের আইসিইউয়ে ঢোকেন তিনি। মিনিট দশেক সেখানে ছিলেন। কথা বলেন এসএসকেএমের আধিকারিকদের সঙ্গে।

Kalighater Kaku: কালীঘাটের কাকু আর কতদিন ICUয়ে থাকবেন? খোঁজ নিতে SSKM-এ ইডি
কালীঘাটের কাকু। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:07 PM

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে দেখতে এস‌এসকেএমে ইডির পদস্থ কর্তা। কাকু কেমন আছেন তা দেখতে সোমবার আইসিসিইউ ওয়ার্ডে যান ইডির কর্তা। কথা বলেন এম‌এসভিপি, এসএসকেএমের ডিরেক্টরের সঙ্গেও। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন ইডির আধিকারিক। সূত্রের খবর, ইডি কর্তা জানতে চান, কালীঘাটের কাকুকে আর কতদিন আইসিইউয়ে থাকতে হবে? সূত্রের খবর, এসএসকেএমের কাছ থেকে এ সংক্রান্ত যাবতীয় উত্তর নিয়ে এসএসকেএমের ভূমিকা নিয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইডি। সোমবারের এই ‘ভিজিট’ সেই প্রস্তুতিরই অঙ্গ বলে ইডি সূত্রে খবর।

কালীঘাটের কাকুকে দেখতে এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে যান ইডির এক উচ্চপদস্থ আধিকারিক। এস‌এসকেএম পৌঁছেই কার্ডিওলজি বিভাগের আইসিইউয়ে ঢোকেন তিনি। মিনিট দশেক সেখানে ছিলেন। কথা বলেন এসএসকেএমের আধিকারিকদের সঙ্গে।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চাইছে ইডি। তা করানোর কথা জোকা ইএসএসআই হাসপাতালে। এদিকে কিছুতেই সেই পরীক্ষা করিয়ে উঠতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরীক্ষার কথা উঠলেই হয় কাকু অসুস্থ হয়ে পড়ছেন, না হলে এসএসকেএম কাকুর শারীরিক অবস্থা নিয়ে ‘উদ্বিগ্ন’ হয়ে পড়ছে বলে অভিযোগ। আদালত তো তাদের নির্দেশেও এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার এ রাজ্যে স্বাস্থ্যের উৎকর্ষ কেন্দ্র এসএসকেএমের ভূমিকা নিয়ে ইডি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর।