AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Agnihotri on RG Kar case: ‘তিলোত্তমা’কাণ্ডে মানুষের কেন এত রাগ? অকপট কাশ্মীর ফাইলসের পরিচালক

Vivek Agnihotri on RG Kar case: নৃশংস। হৃদয়বিদারক। ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। 'রাত দখল' করেছেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল। মুম্বই থেকে কলকাতায় এসে তেমনই এক প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তারপর আরজি কর কাণ্ড নিয়ে একান্ত সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন কাশ্মীর ফাইলসের পরিচালক।

Vivek Agnihotri on RG Kar case: 'তিলোত্তমা'কাণ্ডে মানুষের কেন এত রাগ? অকপট কাশ্মীর ফাইলসের পরিচালক
'তিলোত্তমা'কাণ্ড থেকে বাংলার রাজনীতি, মনের কথা বললেন কাশ্মীর ফাইলসের পরিচালক
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 1:27 PM
Share

সুচরিতা দে ৯ অগস্ট। শুক্রবার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার আগের দিন প্রয়াত হয়েছেন। আর ওইদিন তাঁর মরদেহ এনআরএসে দান করা হবে। সিপিএম কর্মী-সমর্থকদের চোখের জলে শেষযাত্রার মিছিল এনআরএসের দিকে এগিয়ে চলেছে। আর ওই সময়ই কিছুটা দূরে আরজি কর হাসপাতালে এক মহিলা জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে হইচই শুরু হয়। আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল শুরু হয়। তেমনই এক প্রতিবাদ মিছিলে অংশ নিতে গত ২১ অগস্ট, বুধবার কলকাতায় আসেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর আগামী ছবি ‘দিল্লি ফাইলস’ এর জন্য গবেষণার...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন