Narayanpur: স্তম্ভিত নারায়ণগড়ের লোকজন, উদ্ধার একের পর এক জালনোট
অভিযুক্ত দুই ব্যক্তি ভোলা আলি। তিনি উল্টোডাঙ্গা থানার বাসিন্দা। অপরজন হলেন রিজভি আহমেদ। তিনি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। অভিযুক্তদের তল্লাশি করতেই বেরিয়ে আসে নোটগুলি। জানা যাচ্ছে, ভোলা আলির কাছ থেকে প্রথমে ৫০০ টাকার নোট ছয়টি নোট উদ্ধার করেছিল পুলিশ। এরপর তাকে আটক করতেই নাম বেরিয়ে আসে রিজভী আহমেদের।

নারায়ণপুর: নারায়ণপুর থেকে জাল নোটসহ (Fake Note) গ্রেফতার দুই অভিযুক্ত। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। জানা গিয়েছে, নারায়ণপুর থানা এলাকায় একটি ক্লাবের মাঠে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময়ই গ্রেফতার হন দু’জন।
অভিযুক্ত দুই ব্যক্তি ভোলা আলি। তিনি উল্টোডাঙ্গা থানার বাসিন্দা। অপরজন হলেন রিজভি আহমেদ। তিনি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। অভিযুক্তদের তল্লাশি করতেই বেরিয়ে আসে নোটগুলি। জানা যাচ্ছে, ভোলা আলির কাছ থেকে প্রথমে ৫০০ টাকার নোট ছয়টি নোট উদ্ধার করেছিল পুলিশ। এরপর তাকে আটক করতেই নাম বেরিয়ে আসে রিজভি আহমেদের। এরপর রিজভি আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ৫০০ টাকার নোট উদ্ধার হয়। মূলত, এদের কাছে এত জাল নোট কোথা থেকে এল? সেই বিষয়ে তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ। পুজোর আগে জাল নোট উদ্ধার ঘিরে তৈরি হয়েছে চঞ্চল্য।
উল্লেখ্য, এর আগে সন্দেশখালি থেকে উদ্ধার হয় ৯ কোটি টাকার জাল নোট। বিপুল পরিমাণ এই জাল নোটে কার্যত স্তম্ভিত হয়ে যান পুলিশ থেকে এলাকাবাসী। ধৃতের নাম সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী। এত নোট কীভাবে পেল তারা সেই তদন্ত চলে। এবার আবারও প্রচুর জাল উদ্ধার হল সেখান থেকে।
