Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Voter: এক সপ্তাহ ধরে কত ‘ভূত’ খুঁজে পেল TMC? বক্সির নেতৃত্বে আজ দুপুরে বৈঠক

Fake Voter: এই সাতদিনে ভোটার তালিকায় কত ভূত ধরল তৃণমূল কংগ্রেস? আজ এই নিয়ে বৈঠকে বসবে তৃণমূল নেত্রীর তৈরি করা কমিটি। জেলাওয়াড়ির রিপোর্ট নেবেন সুব্রত বক্সি।

Fake Voter: এক সপ্তাহ ধরে কত 'ভূত' খুঁজে পেল TMC? বক্সির নেতৃত্বে আজ দুপুরে বৈঠক
তৃণমূল ভবনে বৈঠকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2025 | 9:34 AM

কলকাতা: ভূতুড়ে ভোটার খোঁজার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের প্রতিটি জেলায় আসরে নেমে পড়েন তৃণমূল নেতারা। মমতা বন্দ্যোপধ্যায়ের নির্দেশের পর কেটেছে সাতটা দিন। এই সাতদিনে ভোটার তালিকায় কত ‘ভূত’ ধরল তৃণমূল কংগ্রেস? আজ এই নিয়ে বৈঠকে বসবে তৃণমূল নেত্রীর তৈরি করা কমিটি। জেলাওয়াড়ির রিপোর্ট নেবেন সুব্রত বক্সি।

বস্তুত, ভূতুড়ে ভোটার ধরার জন্য ৩৬ জনের একটি কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি আজ প্রথম বেলা একটা নাগাদ বৈঠকে বসছেন। সেই বৈঠকে জেলা সভাপতি ও চেয়ারম্যানরাও আসছেন। আর বীরভূম থেকে আসছে কোর কমিটি। বিগত সাত দিনে ভূতুড়ে ভোটার তালিকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। উঠে এসেছে ভূরি-ভূরি অভিযোগ।

তৃণমূল অন্দর সূত্রে খবর, প্রচুর এই সকল রিপোর্ট নেওয়া হবে আজ। পাশাপাশি জেলাওয়াড়ি একটি কমিটি তৈরি করে দেওয়া হবে। জানা যাচ্ছে, সুপ্রিমোর তৈরি করা কমিটি ও জেলা ওয়াড়ি কমিটিই আগামী দিনে ২০২৬-এর নির্বাচনের কাজ শুরু করেছে তা নিতান্তই তাৎপর্যপূর্ণ।

মুখ্যমন্ত্রী কী নির্দেশ দিয়েছিলেন?

“সাত দিনের মধ্যে জেলা কমিটি ও কোর কমিটি তৈরি করা হবে। যাঁরা ভোটার লিস্টের কাজ করবে। যাঁরা ভাল কাজ করবেন তাঁদের এই কমিটিতে জায়গা হবে। যাঁরা ভাল কাজ করবেন না, তাঁদের জায়গা হবে না। কাজ কতটা এগোল তার তথ্য পার্টি অফিসকে পাঠাতে হবে। তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে।”