Firhad Hakim on Dengue: ‘পরিষ্কার জলের জোগান বাড়ছে’, ডেঙ্গির প্রকোপ নিয়ে ব্যাখ্যা ফিরহাদের
Firhad Hakim: ফিরহাদ পরামর্শ দেন, 'ডেঙ্গি হলে সবাইকে বলব ডাক্তার দেখিয়ে নিন প্লেটলেট চেক করে নিন।'
কলকাতা: ডাক্তার দেখিয়ে প্লেটলেট চেক করুন, প্লেটলেট ঠিক রাখলে ডেঙ্গি মারণ হয়ে ওঠার ক্ষমতা খুব কম। এমনটাই দাবি করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে সচেতন হওয়ারও বার্তা দেন তিনি। শুক্রবার টুক টু মেয়র-এ সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ।
সেখানে ফিরহাদ হাকিম ব্যাখ্যা দেন, শহর যেখানে বাড়বে সেখানে ডেঙ্গি বেশি হবে। তাঁর দাবি, যে সব জায়গায় নোংরা জল ছিল, সেখানে এখন আস্তে আস্তে পরিষ্কার জল পৌঁছে যাচ্ছে, সে কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ।
তিনি বলেন, ‘যদিও মৃত্যু এবং জীবন আমাদের হাতে নয়। ডেঙ্গিতে মূলত প্লেটট্লেট কমে যায় এবং ডিহাইড্রেশন হয়। আমার বাড়িতে হয়েছিল। প্রথম থেকে যদি প্রচুর পরিমাণে জল খাওয়ানো যায় এবং প্লেটলেট যদি কমে যায়, তখন যদি সেটা দেওয়া যায়, তাহলে মারণ হয়ে ওঠার ক্ষমতা খুব কম।’ ফিরহাদ পরামর্শ দেন, ‘ডেঙ্গি হলে সবাইকে বলব ডাক্তার দেখিয়ে নিন, প্লেটলেট চেক করে নিন।’
তিনি উল্লেখ করেন, কেরলে, উত্তর প্রদেশে, ত্রিপুরাতেও অনেক ডেঙ্গি হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে ডেঙ্গি কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, মানুষ যদি সচেতন না হয় তাহলে যেখানে যে সরকারই থাকুক না কেন ডেঙ্গি কমানো সম্ভব নয়।
ফিরহাদ জানান, শুধুমাত্র ডেন থ্রি নিয়ে গাইডলাইন দিল্লি থেকে পায়নি পুরনিগম। সেই বিষয়ে তাই চিকিৎসকদের অবগত করা সম্ভব হয়নি। দিল্লি যে গাইডলাইন দেয়, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেয়। সেটা দেখেই চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।
মেয়র জানিয়েছেন, ফেব্রুয়ারি- মার্চ মাসে নবান্নতে একটি মিটিং হয়, যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। সেখান থেকেই ঠিক হয় সব জায়গায় একইসঙ্গে ডেঙ্গির বিরুদ্ধে অভিযান এবং সচেতনতামূলক প্রচার চলবে। সেই মতোই প্রচার চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ডেঙ্গির প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে শহরে। শুক্রবার সকালেই বেলেঘাটা আইডি-র অ্যাসিস্ট্যান্ট সুপারের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে।