Government Employees Salary: পুজোর বড় ‘উপহার’ রাজ্য সরকারের! মাস শেষের আগেই বেতন পাবেন কর্মীরা
Government Employees: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুজোর ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে।অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ১ অক্টোবর। যদিও রাজ্য সরকারের পুজোর ছুটি থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। তবুও ১ অক্টোবর পেনশন পেতে অসুবিধে হবে না।

কলকাতা: পুজোর আগেই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন সরকারি কর্মচারীরা। অগস্ট মাসের ২৪ ও ২৫ তারিখের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে, এই মর্মে মঙ্গলবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। পুজোর যেখানে আর মেরেকেটে ১৫ দিনও বাকি নেই ঠিক তার আগে এ খবর সামনে আসতেই স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মুখে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুজোর ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে।অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ১ অক্টোবর। যদিও রাজ্য সরকারের পুজোর ছুটি থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। তবুও ১ অক্টোবর পেনশন পেতে অসুবিধে হবে না বলেই অর্থ দফতর থেকে জানানো হয়েছে। তাই এ খবর যে পেনশনভোগীদের মুখের হাসিও চওড়া করবে তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে এদিন সকালেই আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মাধ্যমে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টেই দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও আগে দেওয়া হচ্ছে। সে কারণেই ধন্যবাদ জানিয়েছিলেন সুকান্ত। সেই খবরে কেন্দ্রের কর্মীদের মুখে হাসি চওড়া হতে না হতেই এবার সুখবর এসে গেল রাজ্য় সরকারের কর্মীদের জন্যও।
