Governor CV Ananda Bose: ‘উপাচার্যের ভূমিকা পালন করছে না আচার্য’, বিতর্কে মুখ খুললেন বোস

Governor CV Ananda Bose: রাজভবনের নির্দেশিকা নিয়ে বাংলার রাজনৈতিক মহলেও চলছে জোর চাপনউতোর। যদিও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, “উনি আইন মেনেই করেছেন। আইনে হয়তো সেই ক্ষমতা আচার্যকে দেওয়া আছে।”

Governor CV Ananda Bose: ‘উপাচার্যের ভূমিকা পালন করছে না আচার্য’, বিতর্কে মুখ খুললেন বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 2:48 PM

কলকাতা: রাজভবনের নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে ফের চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজভবনের এই নয়া নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাতে বলা হয়েছে অন্তবর্তী উপাচার্যের নির্দেশিকা মেনে চলতে হবে আধিকারিকদের। রাজ্যের কোনও নির্দেশ পালন করবেন না। নির্দেশিকা পাঠিয়ে এমনটাই বলেছে রাজভবন। এদিকে অন্তবর্তী উপাচার্যদের স্বীকৃতি দেয়নি রাজ্য সরকার। রাজ্য উপর চাপ বাড়াতেই কী তাহলে পাল্টা এই নির্দেশিকা? উঠেছে এই প্রশ্নও। প্রসঙ্গত, উপাচার্যহীন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ভিসির দায়িত্ব সামলাবেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কয়েকদিন আগেই জানা গিয়েছিল এই সিদ্ধান্তের কথা। যা নিয়েও বিতর্ক হয়েছিল শিক্ষামহলে। কিন্তু, পড়ুয়াদের নানাবিধ সমস্যার কথা মাথায় রেখে রাজ্যপালের এই সিদ্ধান্ত বলে রাজভবনের তরফে জানানো হয়েছিল। যদিও রাজ্যপালের বক্তব্য বিভ্রান্তি দূর করার লক্ষ্যেই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। 

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, “বিভ্রান্তি দূর করার লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আচার্য নয়, রাজভবন থেকে  নির্দেশিকা জারি করা হয়েছে।  উপাচার্যদের কাজ করতে যাতে কোন অসুবিধা না হয়। এই উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।” একইসঙ্গে তাঁর এও বক্তব্য, “আচার্য উপাচার্যের ভূমিকা পালন করছে না, করতে পারে না, করা উচিত নয়। পড়ুয়াদের শংসাপত্র পেতে যাতে অসুবিধা না হয়, এই বিশেষ ক্ষেত্রেই পড়ুয়াদের বিশেষ দায়িত্ব নেওয়া হয়েছে।”

যদিও রাজভবনের নির্দেশিকা নিয়ে বাংলার রাজনৈতিক মহলেও চলছে জোর চাপনউতোর। যদিও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, “উনি আইন মেনেই করেছেন। আইনে হয়তো সেই ক্ষমতা আচার্যকে দেওয়া আছে।” একই সুর নিশীথ প্রামাণিকের গলাতেও। তিনিও বলছেন, রাজ্যপাল ঠিক করেছেন। তোপ দেগেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলছেন, “বাংলার শিক্ষাক্ষেত্রটা ধ্বংস হয়ে যাচ্ছে। কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে লেখাপড়ার বারোটা বেজে গিয়েছে। উপাচার্য কে হবেন? রাজ্যপাল হবে। তারমানে, রাজ্যপাল উপাচার্য হিসাবে শুধু তাঁর কথাই শুনবেন। আর কারও কথা শোনা যাবে না। একদম তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে রাজ্যপাল চলছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি সব, রাজ্য়পাল বলছেন আমি সব। মুখ্যমন্ত্রী বলছেন আমি আচার্য হব। রাজ্যপাল বলছেন আমি আচার্য হিসাবে রাজ্যপাল উপাচার্য হব।” কটাক্ষের সুর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলাও। বলেন, “উনি আচার্য, উনিই উপাচার্য। উনি কী করবেন করবেন না জানি না। পারলে এবার রেজিস্ট্রারও হয়ে যান। দরকারে ছাত্রের সিটেও বসে পড়বেন। অসুবিধা কী আছে! আচার্যই উপাচার্য এটা তো বাপের জন্মে শুনিনি। এখন শুনছি।”