AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raju Jha murder case: ‘রাজু ঝা খুনের সঙ্গে কয়লা পাচারের গভীর যোগ’, CBI তদন্তের নির্দেশ বিচারপতি মান্থার

Raju Jha murder case: আদালতের নির্দেশ, রাজ্য পুলিশ অবিলম্বে সিবিআই ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের এসপি-কে কেস ডায়েরি সহ যাবতীয় নথি হস্তান্তর করবে।

Raju Jha murder case: 'রাজু ঝা খুনের সঙ্গে কয়লা পাচারের গভীর যোগ', CBI তদন্তের নির্দেশ বিচারপতি মান্থার
রাজু ঝা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 2:29 PM
Share

কলকাতা: ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চার মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ওই খুনের ঘটনার সঙ্গে কয়লা পাচার মামলার যোগ আছে বলেও উল্লেখ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঘটনার দিন রাজু ঝা-র সঙ্গে একই গাড়িতে ছিলেন আব্দুল লতিফ, যাঁর নাম রয়েছে কয়লা পাচার মামলার চার্জশিটে। তাই কয়লা পাচার ও খুনের মধ্যে যোগ রয়েছে বলে মনে মন্তব্য করেছেন বিচারপতি।

আদালতের নির্দেশ, রাজ্য পুলিশ অবিলম্বে সিবিআই ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের এসপি-কে কেস ডায়েরি সহ যাবতীয় নথি হস্তান্তর করবে। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, গত চার দশক ধরে কয়লা পাচার একটা বড় ইস্যু। এই খুনের তদন্তভার সিবিআই-এর হতে না গেলে কয়লা পাচার মামলার তদন্তও ধাক্কা খাবে বলে মনে করেন তিনি। বিচারপতি মান্থার মন্তব্য, ‘কোনও কোনও অভিযুক্ত মনে করছেন সিবিআই-এর হাতে তদন্ত গেলে আমি রক্ষা পাব। কেউ আবার ভাবছে রাজ্যের হাতে তদন্ত থাকলে আমার সুবিধা।’

রাজু ঘনিষ্ঠ ব্যবসায়ী নরেন্দ্র খারকার আইনজীবীর বক্তব্য, ইতিমধ্যে নরেন্দ্রর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করা হয়েছে। তাঁর নামে এফআইআর না থাকা সত্ত্বেও কেন হয়রানি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। তিনি উল্লেখ করেছেন, খুন হওয়া ব্যবসায়ী রাজু ঝা ও নরেন্দ্র দুজনেই কয়লা পাচার মামলার সাক্ষী ছিলেন।

অন্যদিকে, রাজু ঝা-র স্ত্রী এদিন আদালতে জানান, গত ১ এপ্রিল শক্তিগড়ে রাজু ঝা খুন হন। অথচ সিবিআই এপ্রিলের শেষে তাঁকে কয়লা মামলায় সমন পাঠিয়েছে। তিনি বলেন, “আমাদের আশঙ্কা এই কয়লা, গরু পাচারের ভিড়ে খুনের তদন্ত হারিয়ে যাবে।”

বিচারপতি মান্থা সব পক্ষের বক্তব্য শুনে বলেন, “কয়লা মামলায় চার্জশিটে রাজু ঝা অভিযুক্ত না হলেও ২০১৫ সাল থেকে নানা অভিযোগে অভিযুক্ত তিনি। যেহেতু কয়লা, গরু পাচারের মামলা সিবিআই তদন্ত করছে, আর দুটি ঘটনায় যোগ আছে তাই আদালত মনে করে রাজু ঝা খুনের তদন্ত সিবিআই করুক। আদালত নিশ্চিত, এই খুনের সঙ্গে কয়লা পাচার মামলার কিছু যোগ আছে।

রাজ্য দাবি করেছে, তারা খুনের কিনারা করার খুব কাছে পৌঁছে গিয়েছে। তদন্ত হস্তান্তর করা হলে অসুবিধা হতে পারে বলে দাবি রাজ্যের। তবে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বলেছেন, ‘কয়লা পাচার ও রাজু খুনের মধ্যে খুব গভীর যোগ আছে। তাই আমরা তদন্ত হাতে নিতে প্রস্তুত।’

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?