Calcutta High Court: কেন বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ, বুঝিয়ে দিলেন বিচারপতি সিনহা
Calcutta High Court: বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল গিল্ড। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় ভিএইচপি। আদালতে গিল্ড দাবি করে, ওই সংগঠনের প্রতিবেদন বা বইয়ের লেখা শুধুমাত্র সেন্সিটিভ (স্পর্শকাতর) নয় কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিতও।
কলকাতা: আইনি লড়াই লড়লেও বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার ওই সংগঠনের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই ভিএইচপি-কে স্টল দিতে আপত্তি জানিয়েছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ডের দাবি ছিল, ভিএইচপি যেহেতু একটি সংগঠন, কোনও নথিভুক্ত পাবলিশার্স নয়, তাই তাদের স্টল দেওয়ার অনুমতি মিলবে না। অন্যদিকে, ভিএইচপি প্রশ্ন তোলে, অন্যান্য বছরে তাদের স্টল দেওয়ার অনুমতি দেওয়া হলেও, এবার কেন নয়? তবে কি রাজ্য সরকারের আপত্তি বলেই?
শুক্রবার মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি অমৃতা সিনহা বুঝিয়ে দিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদকে স্টল না দেওয়ায় বিষয়টির সঙ্গে রাজ্য সরকারের ইচ্ছের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ রাজ্য সরকার বাধা দিয়েছে বলে মনে করছে না আদালত।
গিল্ডের তরফে জানানো হয়েছে যে আগে অনুমতি দেওয়া হলেও ২০২৪ সালে গিল্ড রেজোলিউশন নেয় যে কোন সংগঠনকে তারা স্টল দেবে না। বিচারপতি অমৃতা সিনহা তাদের বক্তব্যকেই মান্যতা দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, আয়োজক হিসেবে গিল্ড কাদের স্টল দেবে, তা তারাই ঠিক করবে। হাইকোর্ট তাদের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করতে পারে না বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি।
মামলাকারী অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে, তাদের অনুমতি না দেওয়ার বিষয়টি অনভিপ্রেত এবং বেআইনি। তবে আদালত সেই বিষয়টিতে মান্যতা দেয়নি।