JU Student Death: যাদবপুরের ফ্রেশারদের জন্য এখন থেকে পৃথক হস্টেল, অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ বয়েজ় হস্টেল এবার থেকে শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট করা হল। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা: একটি মৃত্যু। মর্মান্তিক মৃত্যু। আর তারপর অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য শেষ পর্যন্ত পৃথক হস্টেলের ব্যবস্থা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস রজত রায় এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ বয়েজ় হস্টেল এবার থেকে শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট করা হল। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউ বয়েজ় হস্টেলে যেসব সিনিয়ররা আছেন, তাঁদের অন্য হস্টেলে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিউ বয়েজ হস্টেলের সিনিয়র পড়ুয়াদের কোন হস্টেলে পাঠানো হবে, সেই বিষয়ে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন এদিনের নির্দেশিকায় ডিন অব স্টুডেন্টস। উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের বন্দোবস্তের কথা ইউজিসির নিয়মাবলীতে অনেক আগে থেকেই বলা রয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এতদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই নিয়ম মানা হত না। এবার শেষ পর্যন্ত যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা করা হল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার। বিবস্ত্র অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। কীভাবে ওই পড়ুয়া তিনতলা থেকে পড়ল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। জোরাল হচ্ছে র্যাগিং-এর অভিযোগ। হস্টেলের ভিতরে সিনিয়র দাদাদের দাদাগিরির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। শুক্রবার বিকেলেও টানা জিজ্ঞাসাবাদের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া-সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসবের মধ্যেই শেষ পর্যন্ত স্নাতক স্তরের ফ্রেশারদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।