Jadavpur University: সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা? স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ

Jadavpur University: গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০-২৫ জন যুবক যুবতী অরবিন্দ ভবনের সামনে পৌঁছে গিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন। তাঁরা কী উদ্দেশ্যে গিয়েছিলেন, তা নিয়ে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে

Jadavpur University: সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা? স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ
সেনার পোশাকে কারা? বিতর্কImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 12:16 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেনা পোশাকে ঢুকে পড়ার বিতর্কে এবার রেজিস্ট্রার ও ডিন অফ আর্টসকে তলব করল যাদবপুর থানার পুলিশ। পাশাপাশি এশিয়ান হিউম্যান রাইট সোশ্যাইটি সংস্থার প্রধান কাজি সিদ্দিকি হোসেনকে তলব করা হয়েছে। কার অনুমতিতে সেনাবাহিনীর পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে, তা জানতে তলব করা হয়েছে। এবং যে সংস্থার প্রতিনিধি হিসাবে জনা ২০ যুবক যুবতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেই সংস্থার প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেনা বাহিনীর পোশাক পরে তাঁরা কীভাবে অরবিন্দ ভবনের কাছে পৌঁছাল, কার অনুমতি ছিল তাতে, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০-২৫ জন যুবক যুবতী অরবিন্দ ভবনের সামনে পৌঁছে গিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন। তাঁরা কী উদ্দেশ্যে গিয়েছিলেন, তা নিয়ে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ অপেক্ষা করছিল, বিশ্ববিদ্যালয়ের তরফ কোনও অভিযোগ দায়ের করা হয় কিনা। কিন্তু ২৪ ঘণ্টা পরেও যখন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি, তখন পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।

এদিকে, যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের চার আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করেছেন অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী, ছিলেন ডিসি এসএসডি বিদিশা কলিতাও। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তিন তলায় যেখানে ঘটনা ঘটে, তার ওপরের তলায় থাকতেন ওই চার পড়ুয়া।