Justice Amrita Sinha: ‘স্বচ্ছভাবে চালাতে পারে না, রাজ্যের অনীহা আছে’, টলিপাড়ার মামলা খারিজ করে দিলেন বিচারপতি সিনহা
High Court: মামলাগুলি খারিজ করা ছাড়া অন্য পথ পাচ্ছে না। ফেডারেশনের বিরুদ্ধে দুটি অবমাননার মামলা দায়ের হয়েছিল। তাদের এই নিয়ে ১৭ নভেম্বর হলফনামা দেওয়া হবে। এছাড়া রাজ্যের তরফ থেকে ২৭ জনের নাম নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

কলকাতা: টলিপাড়ার দ্বন্দ্ব নিয়ে মামলা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর পর্যবেক্ষণ, এই সমস্যার সমাধান এখানে সম্ভব নয়। প্রিন্সিপাল সেক্রেটারি কিছু করতে সক্ষম নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশে বিচারপতি সিনহা বলেন, “আপনি জানেন ইন্ডাস্ট্রির সমস্যা হচ্ছে। তাও কিছু করতে পারছেন না?”
মামলাকারীকে বিচারপতি বলেন, “রাজ্য আপনাদের কাউকে নিয়ন্ত্রণ করার জায়গায় নেই।” আইনজীবীর বক্তব্য, আমরা টেকনিশিয়ানদের নিয়ে কোনও আপত্তি জানাচ্ছি না। শুধু কাজ করতে দেওয়া হচ্ছে না। একাধিক শিল্পীর কোনও কাজ নেই।”
রাজ্যের ভূমিকা শোচনীয় বলে মন্তব্য করেন বিচারপতি। তাঁর বক্তব্য, ‘রাজ্য সরকার ইন্ডাস্ট্রি স্বচ্ছভাবে চালাতে পারে না। রাজ্য সরকারের অনীহা রয়েছে।’ এই পরিস্থিতিতে আদালত মামলাগুলি খারিজ করা ছাড়া অন্য পথ পাচ্ছে না। ফেডারেশনের বিরুদ্ধে দুটি অবমাননার মামলা দায়ের হয়েছিল। তাদের এই নিয়ে ১৭ নভেম্বর হলফনামা দেওয়া হবে। এছাড়া রাজ্যের তরফ থেকে ২৭ জনের নাম নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বিচারপতি মন্তব্য করেন, ‘সবাই নেতৃত্ব দিতে চাইছে? এটা কীভাবে হয়?’
ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের করা মামলায় কমিটি গড়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত ৮ সেপ্টেম্বরের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দিতে বলেছিল আদালত। পরিচালকরা আগেই তালিকা জমা দেন, আর শেষ দিনে তালিকা দেয় ফেডারেশন। যেখানে পরিচালকদের তালিকায় মুম্বইয়ের বেশ পরিচিত কয়েকজনের নাম দেখা যায়। আর ফেডারেশনের তালিকায় ছিলেন টালিগঞ্জের একাধিক পরিচালক, প্রযোজক।
