Jadavpur Student Death: ‘পুলিশ ধামাচাপা দিলে খুব একটা ভাল দিকে যাবে না’, ছাত্রমৃত্যু নিয়ে হুঁশিয়ারি জুটার

JU: যাদবপুরের সহউপাচার্য অমিতাভ দত্তের বক্তব্য, "সিসিটিভি নিয়ে কমিটি বৈঠক করেছে ইতিমধ্যেই। সোমবার আবারও তারা মিটিং করবে। অ্যান্টি র‍্যাগিং কমিটি কাজ করছে।"

Jadavpur Student Death: 'পুলিশ ধামাচাপা দিলে খুব একটা ভাল দিকে যাবে না', ছাত্রমৃত্যু নিয়ে হুঁশিয়ারি জুটার
জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 6:18 PM

কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার (JUTA) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, পুলিশ যদি মনে করে এই ঘটনায় অপরাধীদের আড়াল করবে, তাহলে তার মূল্য দিতে হবে। গত বুধবার যাদবপুর মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বিএ প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। তদন্তে নেমে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এই সৌরভের নামে আগে কোনও অভিযোগ এসেছে বলে মনে করতে পারছেন না জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “সৌরভ চৌধুরী নামে কোনও ছাত্রের বিরুদ্ধে আগেও অভিযোগের কথা আমার জানা নেই। আরও অনেকের নামই এই ঘটনায় আসছে। কিন্তু বুঝতে পারছি না পুলিশ কী করছে? সেদিন উপস্থিত ছিল এরকম অনেকেই আছে। পুলিশ কেন তাদের ঠিক করে জিজ্ঞাসাবাদ করছে না। যদি র‍্যাগিং হয়, তা তো একজন করতে পারে না। আরও অনেকেরই নাম আসছে। তারা সে সময় উপস্থিত ছিল পুলিশও জানে। পুলিশ ধরছে না কেন? পুলিশ কী করছে তা তাদের ভাবতে হবে। পুলিশ ধামাচাপা দিলে সেটা কিন্তু খুব একটা ভাল দিকে যাবে না।”

তবে এদিন ডিন অব স্টুডেন্ট রজত রায় কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যা বলার আগেই বলেছেন। যাদবপুরের সহউপাচার্য অমিতাভ দত্তের বক্তব্য, “সিসিটিভি নিয়ে কমিটি বৈঠক করেছে ইতিমধ্যেই। সোমবার আবারও তারা মিটিং করবে। অ্যান্টি র‍্যাগিং কমিটি কাজ করছে। প্রাক্তন ছাত্রছাত্রী একজনও যাতে হস্টেলে না থাকেন, তার ব্যবস্থা করা হচ্ছে। মেন্টর গ্রুপ যাতে কাজ করে, পড়ুয়াদের দলের সঙ্গে যাতে কথা বলে সেটাও ব্যবস্থা করা হচ্ছে।”