Kalighater Kaku: কালীঘাটের কাকু গলা তো দিয়েছেন অনেকদিন, রিপোর্টটা কোথায়? কোর্ট প্রশ্ন করতেই ইডির চিঠি…

Kalighater Kaku: মাস তিনেক হয়ে গেলেও এখনও রিপোর্ট না আসায় তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ইডি অফিসারদের। হাইকোর্টও প্রশ্ন তুলেছে। কিছুদিন আগেই বিচারপতি সিনহা বলেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট শীঘ্রই সংগ্রহ করতে হবে। এরপরই আবারও সিএফএসএল-এ চিঠি গেল ইডির তরফে।

Kalighater Kaku: কালীঘাটের কাকু গলা তো দিয়েছেন অনেকদিন, রিপোর্টটা কোথায়? কোর্ট প্রশ্ন করতেই ইডির চিঠি...
কালীঘাটের কাকু। ফাইল চিত্র।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 12:06 PM

কলকাতা: দীর্ঘ কাঠখড় পুড়িয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষা করাতে পেরেছে ইডি। কিন্তু তারপর প্রায় তিন মাস হতে চলল! রিপোর্ট কোথায়? কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এ প্রশ্ন করেছিলেন। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পেতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব বা সিএফএসএল-এ (CFSL) চিঠি পাঠাল ইডি।

আবারও রিপোর্ট সংক্রান্ত বিষয়টি মনে করিয়ে দিয়ে সিএফএসএলের দিল্লির দফতরে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সে চিঠি পৌঁছেও গিয়েছে বলে খবর। সূত্রের খবর, এর আগেও একাধিকবার ভয়েস স্যাম্পেল পরীক্ষার রিপোর্ট চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি।

মাস তিনেক হয়ে গেলেও এখনও রিপোর্ট না আসায় তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ইডি অফিসারদের। হাইকোর্টও প্রশ্ন তুলেছে। কিছুদিন আগেই বিচারপতি সিনহা বলেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট শীঘ্রই সংগ্রহ করতে হবে। এরপরই আবারও সিএফএসএল-এ চিঠি গেল ইডির তরফে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বারবারই ইডির তরফে দাবি করা হয়েছে, সুজয়কৃষ্ণের কণ্ঠের নমুনা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তদন্তকারীদের হাতে একটি অডিয়ো ক্লিপ এসে পৌঁছয়। এরপরই কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইডির জন্য।