অবহেলায় পড়ে থাকা রামমোহন মিউজিয়ামের ‘অ্যান্টিক’ সামগ্রী চোরা পথে হয়ে যেত বিক্রি! তার আগেই পুলিশের জালে ব্যবসায়ী

রামমোহন মিউজিয়ামে (Ram Mohan Roy's house) চুরির ঘটনায় পুলিশের জালে ১। উদ্ধার হয়েছে চুরি যাওয়া পিতলের সামগ্রী। ধৃতের নাম সঞ্জয় জয়সওয়াল।

অবহেলায় পড়ে থাকা রামমোহন মিউজিয়ামের 'অ্যান্টিক' সামগ্রী চোরা পথে হয়ে যেত বিক্রি! তার আগেই পুলিশের জালে ব্যবসায়ী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 30, 2021 | 10:52 AM

কলকাতা: রামমোহন মিউজিয়ামে (Ram Mohan Roy’s house) চুরির ঘটনায় পুলিশের জালে ১। উদ্ধার হয়েছে চুরি যাওয়া পিতলের সামগ্রী। ধৃতের নাম সঞ্জয় জয়সওয়াল।

তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি পিতলের সুসজ্জিত চেন, ৭টি সুসজ্জিত বল, ৬ টি পিতলের দরজার হাতল, ২৪টি পিতলের রিং, ৫ টি পিতলের রিং। গত ১৭ মে রামমোহন লাইব্রেরিতে চুরি যায়। তদন্তে নামে আমহার্স্ট থানার পুলিশ। তদন্তে উঠে আসে সঞ্জয় জয়সওয়ালের নাম। জানা গিয়েছে, বছর তিপান্নর ওই ব্যক্তি অ্যান্টিক সামগ্রী কেনাবেচা করেন। মূল্যবান এই সামগ্রী চুরি করে কয়েক লক্ষ টাকায় তা বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁর।

৮৫/A, রাজা রামমোহন রায় সরণি। রাজা রামমোহন রায়ের বাড়ি। উত্তর কলকাতার এই বাড়ি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই বাড়িই আজ পড়ে রয়েছে চূড়ান্ত অবহেলায়। তা দেখার কেউ নেই। নেই একজনও সিকিউরিটি গার্ড কিংবা একটা সিসিটিভি ক্যামেরাও। অথচ বাড়ির ভিতর রয়েছে অনেক মূল্যবান জিনিস। সম্প্রতি ট্রাস্টির সদস্যরা দেখতে পান, কিছু জিনিস চুরি গিয়েছে। এরপর তদন্তে নামে পুলিশ।

Ram Mohan Roy's House Theft, Kolkata, Amherst Street Police Station

নিজস্ব চিত্র

আরও পড়ুন: আগামী সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে নয়া নিয়ম কলকতা পুরসভার!

তবে এই প্রথম নয়, বছর দেড়েক আগেও এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও কেন কোনও পদক্ষেপ করা হল না? রাম রামমোহন রায়ের বাড়ি কেন অনাদরে পড়ে থাকবে? কেন এখনও কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হল না? কেন লাগানো হয়নি সিসিটিভি ক্যামেরাও! প্রশ্ন তুলছে বিশিষ্ট মহল।