Kolkata Body Recovered: বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যু ঘিরে রহস্য
Kolkata Body Recovered: তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন,পাঁচতলা থেকে যুবক পড়ে যাচ্ছিলেন, সেটা তাঁরা দেখেছিলেন। কিন্তু দৌড়ে আসার আগেই মৃত্যু। পরে খবর দেওয়া হয় থানায়।
কলকাতা: আবাসনের নীচে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার আলিপুরের বর্ধমান রোডে একটি সাততলা আবাসনের নীচে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম বিট্টু রাওয়াত (২৭)। এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিট্টু কয়েক বছর ধরেই ওই আবাসনের একটি ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন। এলাকার দোকান-বাজারে যাতায়াত ছিল তাঁর। সেই সূত্রে স্থানীয় বাসিন্দারাও তাঁকে চিনতেন। শনিবার আচমকাই আবাসনের নীচে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দেহটি উপুড় অবস্থায় পড়ে ছিল। হাতটা ভেঙে ঘুরে গিয়েছিল পিছনের দিকে। মাথা থেকে রক্ত বের হচ্ছিল।
তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন,পাঁচতলা থেকে যুবক পড়ে যাচ্ছিলেন, সেটা তাঁরা দেখেছিলেন। কিন্তু দৌড়ে আসার আগেই মৃত্যু। পরে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তবে প্রশ্ন হচ্ছে, বিট্টু পাঁচতলা থেকে কি ঝাঁপ দিয়েছিলেন নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছিলেন? অর্থাৎ এটা খুন নাকি আত্মহত্যা, সেটা নিয়েই প্রশ্ন থাকছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলবে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। বিট্টু কোন এলাকার বাসিন্দা, সেটাও জেনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ঘাটেই পড়ে জামা-কাপড়, জলে ডুব দিতেই ‘হারিয়ে’ গেল বছর সতেরো-র প্রিয়াংশু