সল্টলেকে সরকারি জমিতে বেআইনি নির্মাণে নজর, ভেঙে ফেলতে হবে সব ব্লিডিং: হাইকোর্ট

বিধাননগরে (Salt Lake) বেআইনি নির্মাণ ভাঙতে এবার হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ।

সল্টলেকে সরকারি জমিতে বেআইনি নির্মাণে নজর, ভেঙে ফেলতে হবে সব ব্লিডিং: হাইকোর্ট
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 2:07 PM

কলকাতা: বিধাননগরে (Salt Lake) বেআইনি নির্মাণ ভাঙতে এ বার হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ। দু’টি ওয়ার্ডে নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, সরকারি জমিতেই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ওই দু’টি ভবন।

বিধানগরের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ভবন দু’টি। শুধু তাই নয়, বিধাননগরে সরকারি জমিতে যতগুলি বেআইনি নির্মাণ রয়েছে, তাতে নজর রয়েছে টাস্ক ফোর্সের। সেগুলিকেও ভেঙে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ২০২০ সালে বিধাননগরের বাসিন্দা সুমন দাস হাইকোর্টে একটি মামলা দায়ের করেন।

তাঁর আবেদন, সল্টলেকের মতো জায়গায় সরকারি জমিতে যেখানে শুধুমাত্র সরকারি আবাসনই থাকার কথা, সেখানে অনেক সরকারি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। তারা সেখানে বেআইনিভাবে ভবন নির্মাণ করছে। সে ক্ষেত্রে রাজ্য সরকারেরও যথেষ্ট মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ‘অনেক মহিলার সঙ্গে সহবাস করেছেন আমার স্বামী’, ফেসবুকে ভেঙে পড়লেন বিজেপি প্রার্থীর স্ত্রী

শুক্রবার আদালতে এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। এই টাস্ক ফোর্স সল্টলেকে বেআইনি নির্মাণের ওপর নজর রাখবে। কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে, তা দেখে নেবেন টাস্ক ফোর্সের সদস্যরা। তারপর সেগুলিকে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হবে।