AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: মাটির নীচেও জল-যন্ত্রণা! ‘আধখানা’ পথেই মিলছে মেট্রো

Kolkata Metro Disrupted: জানা গিয়েছে, একদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। অন্য়দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। আর এর মাঝের পথে পড়েছে তালা। ব্লু লাইন মেট্রো হয়েছে আধখানা। এই মাঝের অংশের লাইনে জল জমেছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিছুতেই থামছে না বৃষ্টি যে কারণে জল নিষ্কাশনও এখন সম্ভব হচ্ছে না।

Kolkata Metro: মাটির নীচেও জল-যন্ত্রণা! 'আধখানা' পথেই মিলছে মেট্রো
কলকাতা জল-যন্ত্রণাImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 11:20 AM
Share

কলকাতা: মাটির উপরে জমেছে জল, পা ফেলার উপক্রম নেই। আর মাটির নীচে সব যেন ‘ঠায়’ বন্ধ। সম্পূর্ণ নয়, আংশিক পথ চলছে ব্লু লাইন মেট্রো। মঙ্গলবার ভোররাত থেকে লাগাতর বৃষ্টিপাত, যার জেরে বিধ্বস্ত জনজীবন। অফিস-কাছারি বেশির ভাগই বন্ধ বললেই চলে। কিন্তু যাদের না বেরিয়ে উপায় নেই, তাদের ক্ষেত্রে এই পরিস্থিতিতে একমাত্র অবলম্বন ছিল মেট্রো। শহরের নানা প্রান্তকে জুড়তে এই একটাই মাধ্যম ‘বেঁচে’ ছিল বললেই চলে।

কিন্তু কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, তাতেও দেখা দিয়েছে গন্ডগোল। শুধুই মাটির উপরেই নয়, জল জমেছে মাটির নীচে মেট্রো লাইনেও। সেই কারণে আপাতত সম্পূর্ণ নয়, বরং আংশিক পথই চলছে কলকাতার ‘প্রাচীনতম’ ব্লু লাইন মেট্রো।

কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, একদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। অন্য়দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। আর এর মাঝের পথে পড়েছে তালা। ব্লু লাইন মেট্রো হয়েছে আধখানা। এই মাঝের অংশের লাইনে জল জমেছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। কিছুতেই থামছে না বৃষ্টি যে কারণে জল নিষ্কাশনও এখন সম্ভব হচ্ছে না। তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই আগেভাগেই ওই পথে পাতাল রেল চলাচল সাময়িক ভাবে স্থগিত করেছে তারা। তবে এই পরিষেবা কতক্ষণ বন্ধ থাকবে সেই নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। অবশ্য, ব্লু লাইন ঘিরে এত ‘দুর্ভোগ’ দেখা গেলেও, সুস্থ সবল ভাবেই চলছে গ্রিন লাইন হাওড়া-সেক্টর ৫ মেট্রো।

মেট্রোর মতো দুর্ভোগ দেখা গিয়েছে রেলেও। হাওড়া-শিয়ালদহ শাখার একাধিক অংশে লাইনেই জমে গিয়েছে জল। যে কারণে মাঝপথে ট্রেন থামিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। যন্ত্রণা বাড়ছে সাধারণের। ট্রেন বাতিলের খবর না মিললেও, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় বদল করা হয়েছে।