Kolkata Police: তল্লাশির নামে হাতসাফাই! খাস কলকাতায় ইরানি গ্যাং-এর খপ্পরে পড়েছেন ইনি
Kolkata Police: সম্প্রতি এই কুখ্যাত 'ইরানি গ্যাং'-এর খপ্পরে পড়েছিলেন গিরিশ পার্কের বিধান সরণী এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর পিতলের বাসনপত্রের ব্যবসা রয়েছে। গত মে মাসের এক রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়েছিল।
কলকাতা: পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের ব্যাগপত্র তল্লাশি। আর সেই তল্লাশি নামে চলত হাত সাফাইের কাজ। শহর কলকাতায় ঘুরে বেরাচ্ছিল কুখ্যাত ‘ইরানি গ্যাং’। এবার তার পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যতম অভিযুক্ত জাইদি আব্বাসকে কর্নাটকের গুলবার্গে বুদ্ধনগর রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এই কুখ্যাত ‘ইরানি গ্যাং’-এর খপ্পরে পড়েছিলেন গিরিশ পার্কের বিধান সরণি এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর পিতলের বাসনপত্রের ব্যবসা রয়েছে। গত মে মাসের এক রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়েছিল।
পিন্টু ঘোষের অভিযোগ, সেই সময় তল্লাশির নামে তাঁর ব্যাগ থেকে দু’টি সোনার চেন, তিনটি সোনার আংটি, দু’টি ব্রোঞ্জের আংটি হাতসাফাই করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই নিয়ে গিরিশ পার্ক থানায় অভিযোগও জানিয়েছিলেন তিন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আশপাশের চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশের তদন্তকারী অফিসাররা। সেই সিসিটিভি ফুটেজ থেকেই গোপন সূত্র মারফত পুলিশ এই জাইদি আব্বাসের সন্ধান পায় এবং কর্নাটক থেকে তাকে পাকড়াও করে। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত যুবক কুখ্যাত ‘ইরানি গ্যাং’-এর সদস্য। গিরিশ পার্কের ঘটনার সঙ্গে এই অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের।
অভিযুক্ত যুবককে গ্রেফতারের পর ইতিমধ্যেই দফায় দফায় জেরা করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশি জেরায় ওই অভিযুক্ত স্বীকার করেছে, সে ভারতের বিভিন্ন শহরে এভাবে লোকজনের ব্যগপত্র তল্লাশির নামে হাতসাফাই করেছে। কখনও পুলিশের পরিচয়ে, কখনও সিবিআই পরিচয়ে সাধারণ মানুষের থেকে তল্লাশির নামে সোনা-দানা, নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযুক্ত জেরায় স্বীকার করেছে বলে খবর।