বেসরকারি হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যাবে না, নয়া নির্দেশিকায় দানা বেঁধেছে বিতর্ক

বেসরকারি হাসপাতালে করা যাবে না র‌্যাপিড অ্যান্টিজেট টেস্ট (Rapid Antigen Test) বা RAT। এই কথা উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে দার্জিলিঙ স্বাস্থ্য বিভাগ।

বেসরকারি হাসপাতালে  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যাবে না, নয়া নির্দেশিকায় দানা বেঁধেছে বিতর্ক
ফাইল চিত্র। PTI
Follow Us:
| Updated on: May 31, 2021 | 2:01 PM

কলকাতা: বেসরকারি হাসপাতালে করা যাবে না র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) বা RAT। এই কথা উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে দার্জিলিঙ স্বাস্থ্য বিভাগ। সরকারি নির্দেশিকার এই উলটপুরাণে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে স্বাস্থ্যভবন নির্দেশিকা জারি করেছিল, বেসরকারি হাসপাতালগুলিতে এখন থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারবে। কারণ তার আগে নমুনা পরীক্ষা করা ছাড়া যেহেতু হাসপাতালগুলিতে রোগী ভর্তি করা যাচ্ছিল না, সেক্ষেত্রে রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটছিল। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে যাতে জরুরিকালীন ভিত্তিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা যায়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে সময় লাগে ৩০ মিনিট। সেখানে আরটি–পিসিআর টেস্টে সময় লাগে পাঁচ ঘণ্টার কাছাকাছি।যেখানে প্রতিদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বেসরকারি ল্যাবে করলে সরকারি ক্ষেত্রের উপর চাপ অনেকটাই কমে আসবে।  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এলে সরাসরি আক্রান্তের চিকিৎসা শুরু হবে। আর রিপোর্ট নেগেটিভ এলে, আরটি-পিসিআর টেস্ট করিয়ে নিতে পারবেন রোগী। চিকিৎসকমহল স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

এরই মধ্যে ২৯ মে দার্জিলিঙ জেলা স্বাস্থ্য আধিকারিক একটি নির্দেশিকা জারি করেন। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়, যদি দার্জিলিঙে কোনও বেসরকারি হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, তাহলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারে কেন্দ্র, আইনি পন্থা নিয়ে চলছে বিস্তর আলোচনা

এখানেই উঠছে প্রশ্ন। সরকারি ভাবেই কীভাবে দু’ধরনের নির্দেশিকা জারি হতে পারে? যেখানে রাজ্য স্বাস্থ্য দফতর এ বিষয়ে ছাড়পত্র দিচ্ছে, সেখানে জেলা স্বাস্থ্য দফতর তার উল্টোপথে কীভাবে হাঁটতে পারে? সেই প্রশ্ন তুলেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে স্বাস্থ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।