ডাকাত কালীর গল্প: কালীঘাট এলেই ‘ঘ্যাচাং ফু’ রসা ডাকাতের হাতে, তাঁরই নামে আজকের রসা কালী

বেশিরভাগ কালী ভক্ত ডাকাতের মতোই রসাও ছিল মা শক্তির উপাসক। বলা হয় রসা ডাকাত শুধু ডাকাত ছিল না ছিল একজন সাধকও। তাই অনেকেই তাকে পাগল ছেলে বলেও ডাকত।

ডাকাত কালীর গল্প: কালীঘাট এলেই 'ঘ্যাচাং ফু' রসা ডাকাতের হাতে, তাঁরই নামে আজকের রসা কালী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 4:44 PM

অমাবস্যা তিথিতে কালী পুজো হবে আর ডাকাতদের কথা উঠবে না তাই কখনও হয়? ডাকাতির আদর্শ সময়ই তো এই অমাবস্যা রাতের ঘোর অন্ধকার। নানা গল্পগাছায় শোনা যায় ডাকাতির আগে নাকি শক্তির আরাধনা করত ডাকাতরা যাতে তারা নির্বিঘ্নে ডাকাতি সমাধা করতে পারে। এই কলকাতাতেও ডাকাতদের সংখ্যা নেহাত কম ছিল না। আর তাদের প্রতিষ্ঠা করা কালী এবং কালী মন্দিরের সংখ্যাও নেহাত কম নয়। তেমনই এক ভয়ঙ্কর ডাকাত হলেন রসা ডাকাত।

একদিকে কালীঘাট এবং একদিকে আদি গঙ্গা। ফলে এই পথ দিয়েই কালীঘাট দর্শনে যেতেন ভক্তরা। জঙ্গলে ঘেরা আদিগঙ্গা পাড়ের এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তাই রসার হাত থেকে নিস্তার পেতেন না তীর্থযাত্রীরা। রসা ডাকাতের সম্পর্কে তেমন কোনও লিখিত নথী না পাওয়া গেলেও কথিত আছে তার ডাকাতির ধরণ ছিল রসা হাতিয়ার দিয়ে মানুষ মারা, তাই তার নাম হয় রসা ডাকাত। এই রসা ডাকাতের প্রতিষ্ঠিত কালীই আজ পূজিত হন কুঁদঘাট অঞ্চলের ম্যুর অ্যাভেনিউতে। রসা ডাকাতের নামানুসারেই এই কালীর নাম চাই রসা কালী।

ডাকাতদের বিশ্বাস ছিল মা কালীর সামনে নরবলি দিলে তারা আসুরিক শক্তির অধিকারী হবে। ডাকাতরা স্বাভাবিকভাবেই নৃশংস হত, ফলে তাদের প্রতিষ্ঠিত কালীমূর্তির রূপও হত ভীষণ ভয়াল। এই মূর্তিগুলি হত কষ্টি পাথরের, জিভ হত লাল টকটকে, এলোমেলো ছাড়া চুল, বিশাল খড়গ শোভিতা হাতে এবং গলায় থাকত আসল নরমুণ্ডের মালা। তবে জনশ্রুতি অনুযায়ী সরা ডাকাতের ডেরা ছিল আদি গঙ্গার পাড়ে। বেশিরভাগ কালী ভক্ত ডাকাতের মতোই রসাও ছিল মা শক্তির উপাসক। বলা হয় রসা ডাকাত শুধু ডাকাত ছিল না ছিল একজন সাধকও। তাই অনেকেই তাকে পাগল ছেলে বলেও ডাকত। অমাবস্যার রাতে তন্ত্র সাধনা করত রসা ডাকাত, দিত নরবলিও। বর্তমানে রসা ডাকাতের প্রতিষ্ঠিত এই কালী মন্দিরটিই একটি বারোয়ারিতে রূপান্তরিত হয়েছে। এখন এই বারোয়ারী ক্লাবের নাম রসা শক্তি সেবক সঙ্ঘ। এমনকী রসা ডাকাতের নামে এই রাস্তার নামও হয়েছে রসা রোড।

এই কালী মূর্তিটির রূপও ভীষণ দর্শন। মায়ের রূপ দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। তবে কুঁদঘাটের এই কালীর পুজোর বর্তমান রূপ দেখলে তাক লেগে যেতে পারে। মন্ত্রী থেকে সিনে তারকারা এখানে পুজো উদ্বোধনে আসেন।

আরও পড়ুন: Kali Puja 2021: ডাকাতির আগে দেবী আরাধনা করত সর্দাররা! মালদহের সেই কালীপুজো এবার পা দিল ৪০০ বছরে