Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে বাড়িতে মুখোমুখি দিলীপ-কুণাল, কী কথা হল দুই ঘোষের?

Kunal Ghosh Meets Dilip Ghosh: রবিবার বিরাটির এক বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ। আর সেখানেই তাঁর দেখা হয়ে গেল বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূল মুখপাত্রের। সোমবার রাজ্যের শাসক দলকে নিশানা করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামছে বিজেপি। তার আগের রাতে বিয়ে বাড়িতে পাশাপাশি দেখা গেল তাঁদের।

বিয়ে বাড়িতে মুখোমুখি দিলীপ-কুণাল, কী কথা হল দুই ঘোষের?
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jul 04, 2021 | 11:56 PM

সৌরভ গুহ: রাজনীতির ময়দানে তাঁরা প্রবল প্রতিপক্ষ। একে অন্যকে উদ্দেশ্য করে ছুড়ে দেন শব্দবাণ। এহেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দেখা হয়ে গেল এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। সেখানে দুই দলের শীর্ষ নেতাকে দেখা গেল দারুণ মুডে। এমনকি পাশাপাশি বসে বেশ কয়েকটি ছবি তুললেন তাঁরা।

Kunal Ghosh And Dilip Ghosh

নিজস্ব চিত্র

রবিবার বিরাটির এক বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ। আর সেখানেই তাঁর দেখা হয়ে গেল বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে। সোমবার রাজ্যের শাসক দলকে নিশানা করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামছে বিজেপি। তার আগের রাতে বিয়ে বাড়িতে পাশাপাশি দেখা গেল দিলীপ-কুণালকে। তবে রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সৌজন্য বিনিময়ের কোনও ঘাটতি হয়নি এদিন। বরং তুমুল প্রতিপক্ষ দুই দলের শীর্ষ নেতা একে অন্যের পাশে ছবি তোলেন, কুশল বিনিময় করেন। এমনকি বর-কনের সঙ্গেও দিলীপ ও কুণাল একসঙ্গে ছবি তোলেন।

Kunal Ghosh And Dilip Ghosh

বর-কনের সঙ্গে দিলীপ-কুণাল

নিজেদের মধ্যে হালকা চালে কথাবার্তা বলতেও দেখা গিয়েছে দুই ঘোষকে। কিন্তু কী কথা হল তাঁদের মধ্যে? সূত্রের খবর, বিয়ে বাড়িতে রাজনৈতিক কচকচানি নয়, বরং সৌজন্যমূলক কথাবার্তা বলেন তাঁরা। দুই যুযুধান শিবিরের শীর্ষ নেতৃত্বের এই সৌজন্য সাক্ষাতে কোনও রাজনৈতিক চাপানউতোর নেই বলেই দাবি দুই মহলের।

প্রসঙ্গত, রাজনীতির ময়দানে একে অন্যকে কটাক্ষ করতে ছাড়েন না দুই ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিজেপির রাজ্য সভাপতি লেখেন, “দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের (TMC IT Cell) আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।”

আরও পড়ুন: মীনাক্ষী-বিকাশের ফেসবুক পোস্টের পর নিজের বইতে কংগ্রেসকে নিশানা কান্তির, তুললেন খুনের চক্রান্তের অভিযোগ!

তার পাল্টা তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদন কুণাল ঘোষ। বলেন, “দিলীপ ঘোষ অবান্তর কথা বলছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন পদাধিকারী অথবা সংগঠনের কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তি বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন দিলীপ ঘোষ।” এহেন দুই বিরোধী দলের নেতাকে পাশাপাশি দেখা গেল এক বিয়ে বাড়ির সৌজন্যে।