Kuntal Ghosh: কুন্তলের মুখে ‘জনজোয়ার’, এজেন্সির বিরুদ্ধেও ফের তুললেন অভিযোগ

Kuntal Ghosh: কুন্তল ঘোষই দাবি করেছেন তাঁকে নাকি অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে অভিযোগ জানিয়ে আদালত ও পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি।

Kuntal Ghosh: কুন্তলের মুখে 'জনজোয়ার', এজেন্সির বিরুদ্ধেও ফের তুললেন অভিযোগ
কুন্তল ঘোষকে আদালতে পেশ
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 8:17 PM

কলকাতা: গ্রেফতার হওয়ার পর তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে কুন্তল ঘোষকে। হুগলির যুবনেতা হিসেবে পরিচিতি নেহাত কম ছিল না। দলের শীর্ষ স্তরের নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানা যায়। তবে আপাতত তিনি তৃণমূলের কেউ নন। তবুও অভিষেক-স্তুতি শোনা যায় তাঁর মুখে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুক্রবার তিনি বলেন, ‘ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার।’

এদিন নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষ-সহ অভিযুক্তদের। আদালতে প্রবেশের আগেই এই মন্তব্য করেন কুন্তল। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সফর করছেন তিনি। একের পর এক সভা করছেন রাজ্য জুড়ে। তার মাঝেই কুন্তলের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে অভিষেকের নাম করেননি কুন্তল।

উল্লেখ্য, এই কুন্তল ঘোষই দাবি করেছেন তাঁকে নাকি অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে অভিযোগ জানিয়ে আদালত ও পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। মামলার রেশ হাইকোর্টে পৌঁছনোর পর কুন্তলের চিঠি মামলায় অভিষেকের নামও জড়াতে শুরু করেছে। সেই মামলাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছে হাইকোর্ট। আর শুক্রবার কুন্তল বুঝিয়ে দিয়েছেন, দলে না থাকলেও তিনি এখনও তৃণমূলেরই।

কুন্তলের এই মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, তিনি কেন এমন মন্তব্য করছেন, তা তিনিই বলতে পারবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে, সেখানে জনজোয়ার হচ্ছে। বাংলার মানুষ এটা উপলব্ধি করছে।

অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে আরও একবার সরব হয়েছেন কুন্তল ঘোষ। শুক্রবার আদালত থেকে বেরনোর সময় তিনি বলেন, ‘আমার ওপর যে অত্যাচার করা হয়েছে। তার বিচারটা কোথায়? আমি যে অভিযোগ করেছি, তার ভিত্তিতে কোনও সাপোর্ট পাইনি এখনও। কেন্দ্রীয় এজেন্সি অত্যাচার করছে।’