Kunal Ghosh: সমকামিতা নিয়ে মন্তব্যের প্রতিবাদ LGBTQIA+ সমিতির, সাফাই কুণালের
Kunal Ghosh: “আমি সমকামী দের অসম্মান করতে যাব কেন? সেটা ওনাদের ব্যাপার। ওনাদের অসম্মান করছি না।” সাফাই কুণালের।
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘ডোন্ট টাচ’ মন্তব্যে বিগত কয়েকদিন ধরেই তীব্র চাপানউতর চলছে রাজনৈতিক মহলে। এদিকে এ মন্তব্যের পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল নেতারা (Trinamool Congress)। আক্রমণ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার তাঁর বক্তব্যের জন্য কুণালের মন্তব্যের তীব্র নিন্দা করল গণতান্ত্রিক LGBTQIA+ সমিতি। প্রকাশ করা হয়েছে বিবৃতি। যার শুরুতেই লেখা হয়েছে, ‘গত পরশুদিন তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেস মুখাপাত্র কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে সমকামিতাকে মানসিক ও শারীরিক বিকৃতি বলে উল্লেখ করেন। আমরা গণতান্ত্রিক LGBTQIA+ সমিতি এই মন্তব্যের তীব্র নিন্দা করছি।’
এদিকে এ প্রসঙ্গে কুণালের মন্তব্য, “আমি সমকামী দের অসম্মান করতে যাব কেন? সেটা ওনাদের ব্যাপার। ওনাদের অসম্মান করছি না। শুধু অনুরোধ করছি ওনাদের মিছিলে শুভেন্দুকেও নিয়ে নিন।” এদিকে শুভেন্দুর ডোন্ট টাচ বিতর্কের আবহে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নাম না করে এক নেতাকে ‘সমকামী’ বলে উল্লেখ করেন কুণাল। একইসঙ্গে তাঁর দেহরক্ষীর খুনের কথাও তোলেন তিনি। কুণাল বলেন, “কোনও এক নেতার দেহরক্ষীর রহস্যমৃত্যু হয়েছে। আর সেই তদন্তে সমকামের অভিযোগ সামনে আসছে। কোন সে নেতা, যিনি একজন হোমোসেক্সুয়াল, ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছেন? কেন তদন্ত আটকে আছে? আমরা কারও নাম বলছি না। কোন সে নেতা, যাঁর মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়েন?”
কুণালের এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় বিস্তর চাপানউতর। “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেলস। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।” ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন এক মহিলা পুলিশকে গায়ে হাত দিতে নিষেধ করতে গিয়ে এ কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখান থেকেই মূল বিতর্কের সূত্রপাত। এরপরই ‘ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে’ গান গেয়ে শুভেন্দুর বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানান কুণাল। একইসঙ্গে তিনি বলেন, “পুলিশের আবার মহিলা-পুরুষের কী আছে! শুভেন্দু চাপে পড়ে গিয়েছে।”