Madan Mitra on RG Kar: ‘আর একটা আরজি কর হলেই….’, বড় হুঁশিয়ারি মদনের
Madan Mitra on RG Kar: পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে বিজেপিও। খোঁচা দিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “বলার জন্য বাম-বিজেপির কথা বলছেন। আসলে উনি নিজের দলের বিরুদ্ধেই বলছেন। মদন মিত্র কোনও ছোট প্লেয়ার নয়। কলেজ জীবন থেকে রাজনীতি করছেন।”
কলকাতা: ‘আর একটা আরজি কর হলে ধোলাই হবে। পেটাই হবে।’ আরজি করের প্রতিবাদ মিছলে বেরিয়ে এ ভাষাতেই স্লোগান দিতে দেখা গেল মদন মিত্রকে। তিলোত্তমার বিচার চেয়ে সরবও হলেন কামারহাটির বিধায়ক। বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধীদের বিরুদ্ধে। সাফ বললেন, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বাম-বিজেপি। স্লোগানের সুরে বললেন, “সিপিএম-বিজেপি জেনে রাখো আর একটা আরজি কর হলে ধোলাই হবে পেটাই হবে। সিপিএম-বিজেপির দুষ্কৃতীদের গনধোলাই দিতে হবে।”
পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে বিজেপিও। খোঁচা দিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “বলার জন্য বাম-বিজেপির কথা বলছেন। আসলে উনি নিজের দলের বিরুদ্ধেই বলছেন। মদন মিত্র কোনও ছোট প্লেয়ার নয়। কলেজ জীবন থেকে রাজনীতি করছেন। দলের জন্ম লগ্ন থেকে মমতার সঙ্গে আছেন। উনি সমাজবিরোধীদের চেনেন। ওরা মদন মিত্রকে চেনে। সুতারাং কে অপারেট করতে পারে কে লোক আনতে পারে তা তিনি জানেন। তাই আরজি করে কে ভাঙচুর করেছিল সবটাই উনি জানেন। জানেন বলেই মিছিল বের করেছেন। তা করেই তৃণমূলকে বার্তা দিতে শুরু করেছেন।”
প্রসঙ্গত, দিন যত যাচ্ছে ততই আরজি কর কাণ্ডে আরও ঘোলা হচ্ছে জল। একদিকে যখন মমতার পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন বিরোধীরা, তখন অন্যদিকে দোষীদের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছেন মমতা নিজে। তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা এক। এদিকে আবার উদয়ন গুহ বলছেন, মমতার দিকে আঙুল তুললেই সেই আঙুল ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। তা নিয়েও চলছে বিতর্ক।