Mahila TMC: লোকসভা ভোটে মহিলা তৃণমূলের স্ট্র্যাটেজি কী? বৈঠকে বসছেন চন্দ্রিমারা
Loksabha Vote: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল মহিলা ভোট ব্যাঙ্কের পাশে থাকা। বারবার দলনেত্রীও ধন্যবাদ জানিয়েছেন মহিলাদের। সম্প্রতি মধ্য প্রদেশ নির্বাচনেও প্রমাণ হয়ে গিয়েছে মহিলা ভোট ব্যাঙ্ক পাশে থাকার ফলটা কী হতে পারে।
কলকাতা: লোকসভা ভোট দোরগোড়ায়। তার আগে সংগঠনকে আরও সুসংহত করতে সব রাজনৈতিক দলই মরিয়া। সে শাসক হোক বা বিরোধী। মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুব থেকে মহিলা শাখা সংগঠনেও জোর দিচ্ছে দলগুলি। লোকসভা ভোট এগিয়ে আসতেই মহিলা ভোট ব্যাঙ্কে শান দিতে শুরু করেছে শাসকদল তৃণমূল। শুক্রবার বিশেষ বৈঠকে বসছে মহিলা তৃণমূল কংগ্রেস।
শুক্রবার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে তৃণমূল ভবনে এই বৈঠকে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্য মহিলা নেতৃত্ব। বৈঠকে সব সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীদের ডাকা হয়েছে। সম্প্রতি ৬ জেলায় সভাপতি পদে বদল করা হয়। এই নবনিযুক্ত সভানেত্রীরাও উপস্থিত থাকবেন ওই বৈঠকে। থাকবেন রাজ্য মহিলা নেতৃত্বও।
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল মহিলা ভোট ব্যাঙ্কের পাশে থাকা। বারবার দলনেত্রীও ধন্যবাদ জানিয়েছেন মহিলাদের। সম্প্রতি মধ্য প্রদেশ নির্বাচনেও প্রমাণ হয়ে গিয়েছে মহিলা ভোট ব্যাঙ্ক পাশে থাকার ফলটা কী হতে পারে।
সম্প্রতি মহুয়া মৈত্র সাংসদ পদ থেকে সাসপেন্ড হওয়ার পর বিজেপিকে মহিলা বিদ্বেষী দল বলে আখ্যা দিয়েছিলেন। এই মর্মে টুইটও করে তৃণমূল। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, ভোট যত এগিয়ে আসবে ততই বিজেপির বিরুদ্ধে নারী বিদ্বেষী প্রচারকে আরও জোরদার করবে তৃণমূল। এই মর্মে এক গুচ্ছ কর্মসূচিও নেওয়া হবে দলে বলেই খবর। রাজনৈতিক মহলের মতে, তারই রূপরেখা তৈরি করতে শুক্রবারের বৈঠক।